‘পঞ্চায়েত’ যাত্রা শুরুর পর থেকে যে—প্রশ্নটা আমাদের সবসময় সম্মুখীন হতে হয় সেটা হলো পঞ্চায়েতের সম্পাদক কে বা এর সম্পাদনা পরিষদে কে কে আছেন। এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণ আমরা পঞ্চায়েতে সম্পাদক হিসাবে ব্যক্তিগত কারও নাম উল্লেখ করি না। পঞ্চায়েত কোনো একক কাজ নয়। এটা কয়েকজন মানুষের সম্মিলিত কাজ। এখনকার সময় যখন মানুষ নিজের প্রচার পরিচিতির জন্য মরিয়া হয়ে থাকে, পঞ্চায়েতের মুরুব্বিরা ঠিক বিপরীত! কাকতালীয়ভাবে পঞ্চায়েতের পেছনের সবাই প্রচারবিমুখ। তাদের কেউই চায় না তার নাম সম্পাদক হিসাবে যাক। শুরুর দিকে পাঁচজন মুরব্বী নিয়ে পঞ্চায়েতের যাত্রা শুরু হলেও প্রথম সংখ্যার পর দু’জন ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় কারনে সরে যান। এরপর থেকে তিনজন মুরুব্বি নিয়মিত পঞ্চায়েতে সময় দিয়ে যাচ্ছেন। এরপর বেশ কয়েকজন অতিথি মুরুব্বি কাজ করেছেন এবং বর্তমানেও করছেন। আপাতত তাদের পরিচয় প্রকাশ করলাম না। তবে ভবিষ্যতে সময় সুযোগ আসলে সবার সম্মতিক্রমে পঞ্চায়েতের সব মুরুব্বিদের পরিচয় প্রকাশ করা হবে। পঞ্চায়েত এগিয়ে যাচ্ছে যাদের লেখায় তাদের সকলকে পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও যারা বিভিন্নভাবে পঞ্চায়েতের সাথে সম্পৃক্ত তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। প ঞ্চ বি ন্যা স প্রবন্ধ (০৭—৩৭) আহবাব চৌধুরী খোকন \ এইচ বি রিতা \ ফারুক ফয়সল \ ফারহানা ইলিয়াস তুলি \ মাসুক আহমাদ \ সোনিয়া কাদির \ স্বপন বিশ^াস গল্প (৩৮—৯০) অপরাহ্ন সুসমিতো \ আলী সিদ্দিকী \ আবু সাঈদ আহমেদ \ এলিজা খাতুন \ কামাল কাদের \ নাহার তৃণা \ মাহবুব লীলেন \ রওশন হক \ নাসরিন শাহানা চাঁদনি \ সাইমন রূপ \ শামসুল কিবরিয়া \ শাহীন ইবনে দিলওয়ার অণুগল্প (৯১) মাহফুজ আদনান কবিতা (৯২—১০৯) আহমদ সায়েম \ ইলোরা শারমিন রাজ্জাক \ কাইয়ূম আবদুল্লাহ \ তমিজ উদ্দীন লোদী \ তোফায়েল তফাজ্জল \ ফকির ইলিয়াস \ বদরুজ্জামান আলমগীর \ বদরুজ্জামান রুহেল \ বেনজির শিকদার \ দেওয়ান নাসের রাজা \ শাহ সোহেল \ শিউল মনজুর \ সালমান ফরিদ \ সাম্য রাইয়ান \ সোয়েব মাহমুদ \ হাবিব ফয়েজি অনুবাদ গল্প (১১০—১১৫) বাপী হাসান ছড়া (১১৬—১২৩) খালেদ সরফুদ্দীন \ নুরুন্নেসা চৌধুরী \ মনজুর কাদের \ মামুন জামিল \ সুফিয়ান আহমদ চৌধুরী মুক্তগদ্য (১২৪—১২৫) নির্ঝর নৈঃশব্দ্য গুচ্ছ কবিতা (১২৬—১৩০) ফজলুররহমান বাবুল \ হোসনে আরা কামালী ভ্রমণ কাহিনি (১৩১—১৩৪) পাপিয়া শারমিন গিট্ট (১৩৫—১৩৯) মাসুম আহমদ ** নামের আদ্যক্ষর অনুসারে লেখক তালিকা সাজানো হয়েছে।