ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এতে একজন মানুষের শিশুকাল থেকে বৃদ্ধকাল এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত; বরং জন্মের পূর্ব থেকে নিয়ে মৃত্যু-পরবর্তী গোটা জীবনের সকল দিক-নির্দেশনা বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণসহ বিদ্যমান। যেমন-গর্ভের বাচ্চার অধিকার ও বিধান কী? বাচ্চা প্রসবের জন্য অপারেশনের বিধান কী? বাচ্চা জন্মলাভ করলে করণীয় কী? আরও অগ্রসর হয়ে বাচ্চা জন্মের পর পিতা-মাতার ওপর কী দায়িত্ব ও কর্তব্য আরোপিত হয়? জন্মের সপ্তম দিন মাথা মুণ্ডানো, নাম রাখা, আকিকা করা-প্রতিটির স্বতন্ত্র বিধান ও দিক-নির্দেশনা রয়েছে। আকিকা কেন করা হয়? বাচ্চার জীবনে বাচ্চার নামের কী প্রভাব পড়ে? যেকোনো নামই কি রাখা যাবে? এ সম্পর্কে শরিয়ত আমাদেরকে কী দিক-নির্দেশনা দেয়? খতনার উপকারিতা কি কি? এর সঙ্গে শরিয়তের মাসআলার সম্পর্ক কী? রিদাআত তথা শিশুকে দুধ পান করানোর বিধান কী? এ থেকে কী কী মাসআলা তৈরি হয়? বংশের গুরুত্ব কী? তা প্রমাণের রূপরেখা কী এবং এর সঙ্গে কী কী মাসআলা সম্পৃক্ত? টেস্টটিউব বেবির বিধান কী? ওয়ালাদুয যিনা তথা অবৈধ সন্তানের মাসআলা কী? যবানে বুলি ফোটা বাচ্চার সম্পর্কে শরিয়তের দিক-নির্দেশনা কী? বাচ্চাদের সাজসজ্জা ও পোশাক-পরিচ্ছদ সম্পর্কে শরিয়তের শিক্ষা কী? বাচ্চাদের জন্য সোনা-রুপা ও রেশমের কাপড় ইত্যাদি ব্যবহারের বিধান কী? বাচ্চাদের পবিত্রতার কী কী মাসআলা? তারপর বাচ্চা কথা বলতে শুরু করলে তার কণ্ঠে কী কী বাক্য শেখানো উচিত? তাদের কী কী বিষয় শিক্ষা দেওয়া জরুরি? বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া কেমন? কখন তাদের সালাতের নির্দেশ দেওয়া উচিত? সালাত না পড়লে কখন কঠোরতা করা উচিত? তারা কি ইমাম হতে পারবে? এমনিভাবে তাদের রোজা, জাকাত ও হজের মাসআলা কী? ঝাড়ফুঁক ও তাবিজ ব্যবহারের বিধান কী? বাচ্চাদের দুষ্ট জিন-শয়তানের প্রভাব থেকে নিরাপদ রাখার জন্য রাসুল ﷺ কী শিক্ষা দিয়েছেন? খেলাধুলার বিধান আছে কি না? আমরা কি বাচ্চাদের ইচ্ছামতো প্রহার করতে পারব, না কি কোনো নিয়মকানুন আছে? বাচ্চাদের পরিচর্যা ও প্রতিপালনের মাসআলা কী? তাদের ভরণপোষণ সম্পর্কে নির্দেশনা কী? বাচ্চাদের সম্পদের বিধান কী? তাদের বিয়ে ও তালাকের মাসআলা কী? মারা গেলে লাশ ও উত্তরাধিকারের বিধান কী? সাবালক হওয়ার পর পিতা-মাতার ওপর কী কী দায়িত্ব বর্তায়? এগুলো-সহ শিশুদের সম্পর্কে সর্বপ্রকার মাসআলা ও বিধিবিধান দলিলসহ এ গ্রন্থে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। বইটির কিছু অনন্য বৈশিষ্ট্য ✪ ☞ সকল বিধিবিধান সরাসরি হাদিস থেকে সংগ্রহ করা হয়েছে। সহিহ কিংবা হাসান পর্যায়ের হাদিস থেকে। বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে কোনো দুর্বল হাদিস দ্বারা দলিল পেশ করিনি। ✪ ☞ বর্তমান যুগের চাহিদার প্রেক্ষাপটে বিধিবিধানের হিকমত ও ফায়দার ওপর আলোকপাত করা হয়েছে। ✪ ☞ এমনিভাবে ইন্টারনেটের মাধ্যমে অত্যাধুনিক গবেষণা থেকে উপকৃত হয়ে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। ✪ ☞ ভাষাগত দিক থেকে অত্যন্ত সহজ-সরল ভাষা ব্যবহারের চেষ্টা করা হয়েছে, যাতে একেবারে সাধারণ পাঠকও উপকৃত হতে পারেন।