আবহমানকাল ধরে চলে আসা সাহিত্য 'কাব্য' শুধু বইয়ের পাতায় লেখা কালো হরফ না, একটি জীবনের না বলা গল্প, হাজার বছরের অনুভূতি। ইচ্ছা করলেই এসব অনুভূতি ধ্বংস করে দেওয়া যায় নিমেষেই, কিন্তু সাফল্যের রূপদান করাটা কষ্টসাধ্য। আমার প্রথম কাব্যগ্রন্থ 'নিয়তি'-এর রূপদান করতে কম কাঠখড় পোড়াতে হয়নি। বহু বাধা-বিপত্তি, নিশ্চয়তা-অনিশ্চয়তার ভেতর দিয়ে যেতে গিয়ে আমার বইটাও প্রকাশ করা প্রায় অনিশ্চিতই হয়ে গিয়েছিল। অবশেষে এই বইটাই আমার প্রথম কাব্যগ্রন্থ হিসেবে নিয়তি-তে ছিল। তাই এই কাব্যগ্রন্থের নামটাও দিয়েছি 'নিয়তি'। কবিতা, উপন্যাস, ছোটগল্প এগুলো হলো উচ্চ পর্যায়ের শিল্প। চাইলেও যে কেউ সেটা করতে পারে না। কবিতা লিখতে গেলে ধারাবাহিকতা আবশ্যক। তিন-চারটা কঠিন বাক্য ব্যবহার করলেই কবিতা হয়ে যায় না। পাঠক পড়তে পারবে এমন সাবলীলভাবে লিখতে হবে। আমি হাজার বার চেষ্টা করেও একটা ভালো কবিতা লিখতে পারিনি।আবহমানকাল ধরে চলে আসা সাহিত্য 'কাব্য' শুধু বইয়ের পাতায় লেখা কালো হরফ না, একটি জীবনের না বলা গল্প, হাজার বছরের অনুভূতি। ইচ্ছা করলেই এসব অনুভূতি ধ্বংস করে দেওয়া যায় নিমেষেই, কিন্তু সাফল্যের রূপদান করাটা কষ্টসাধ্য। আমার প্রথম কাব্যগ্রন্থ 'নিয়তি'-এর রূপদান করতে কম কাঠখড় পোড়াতে হয়নি। বহু বাধা-বিপত্তি, নিশ্চয়তা-অনিশ্চয়তার ভেতর দিয়ে যেতে গিয়ে আমার বইটাও প্রকাশ করা প্রায় অনিশ্চিতই হয়ে গিয়েছিল। অবশেষে এই বইটাই আমার প্রথম কাব্যগ্রন্থ হিসেবে নিয়তি-তে ছিল। তাই এই কাব্যগ্রন্থের নামটাও দিয়েছি 'নিয়তি'। কবিতা, উপন্যাস, ছোটগল্প এগুলো হলো উচ্চ পর্যায়ের শিল্প। চাইলেও যে কেউ সেটা করতে পারে না। কবিতা লিখতে গেলে ধারাবাহিকতা আবশ্যক। তিন-চারটা কঠিন বাক্য ব্যবহার করলেই কবিতা হয়ে যায় না। পাঠক পড়তে পারবে এমন সাবলীলভাবে লিখতে হবে। আমি হাজার বার চেষ্টা করেও একটা ভালো কবিতা লিখতে পারিনি।