সৃষ্টির আদিকাল থেকে মানুষ একাকীত্বকে দূর করতে ভালো মহূর্তকে আরো স্মরণীয় করে রাখতে আশ্রয় নিয়েছে গল্প, কবিতা উপন্যাস পাঠের। কবিরা শুধু কবিতা লেখে না, তাঁরা লেখে মানুষের জীবনধারাকে। তাঁরা কবিতার চরণের মধ্য দিয়ে বের করে আনে মানুষের ভেতরের সত্তাকে এবং মনের ভাবকে। কবিদের কবিতার একটি লাইনে লুকিয়ে থাকে একটি না বলা জীবনের গোপন গল্প। কবিরা কখনো অসহায় বোনের হয়ে কথা বলে আবার কখনো দুখিনী মায়ের পাশে গিয়ে তাদের দুঃখের কথা শুনে। আর তা নিজের ভেতর ধারণ করে কবিতায় রূপ দিয়ে তা সবার কাছে পৌঁছে দেয়। কবিরা কখনো কখনো আবার মনের ভেতর জমে থাকা না বলা কথা বলে, প্রেমের কথা বলে। আর তা মনে প্রেম সৃষ্টি করে। তাই কবিদের কবিতার একটি চরণ একটি উপন্যাসের সমতুল্য অর্থ বহন করে। আর কবিরা তা খুব সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেয় এবং সে কবিতা মানুষের জীবনের সাথে কোন না কোন ভাবে মিলে যায়। যে কবিতাগুলো মানুষের জীবনকাহিনীর সাথে মিলে যায়, সে কবিতাগুলো মানুষ মুগ্ধ হয়ে পাঠ করে, আপন করে নেয়, নিজের মতো করে। অনুরাগের বীনা তেমনই এক কবিতার বই, লিখেছেন আয়েশা সিদ্দিকা কনক। যে বইয়ে আছে, চারপাশের মানুষ এবং মানুষের জীবন নিয়ে একাধিক কবিতা। যে কবিতাগুলো পাঠ করলে, মনে প্রেম প্রেম অনুভ‚তি আসবে। দুঃখ-বেদনা আর হতাশা দূর আকাশে পাড়ি জমাবে। তাই বলা চলে অনুরাগের বীনা হবে সাহিত্য প্রেমি মানুষের অবসরের সঙ্গী।