আল্লাহর অশেষ মেহেরবানীতে “নারী পর্দাতেই সম্মানিতা” পুস্তিকাটি আমার একক রচনা। আমরা অবগত আছি যে, ইসলাম ধর্মে পর্দা নারীর জন্য ফরয। পর্দাতেই নারীর জন্য রয়েছে ফেতনা-ফাসাদ ও ধর্ষণ থেকে মুক্তির উপলক্ষ্য। আমি একজন মুসলিমা হিসেবে উপলদ্ধি করেছি যে, পর্দা নারীর জন্য কতটা গুরুত্ব ও কর্তব্য। তাই আমি এই বইটিতে চেষ্টা করেছি মা-বোনদেরকে পর্দার প্রতি আকৃষ্ট করে তোলার। তারা এই বই অধ্যয়নে জানতে পারবে পর্দার ফজলিত, কিভাবে পর্দা করলে আল্লাহ ও তাঁর রাসূল (স.) খুশি হবেন। নারীরা জানতে পারবে ইসলাম ধর্মের বিধান পর্দাতে তাদের জন্য কতটুকু সম্মান ও অধিকার রয়েছে, যাতে ইহকাল ও পরকালীন জীবন সুখময় হয়। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ হব যারা তাদের মহামূল্যবান সময় ব্যয় করে এই অধমের বইখানা পড়বেন। মুসলিম মাত্রই দ্বীনের প্রচারক। আমি একজন মুসলিমা হিসেবে মনে করি পর্দার বিধান সকল মা-বোনদের কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। তাই এই ছোট্ট পুস্তিকাটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আর এই পুস্তিকাটি লেখার অনুপ্রেরণা পেয়েছি মাওলানা তারিক জামিলের “মহিলাদের মুক্তির বয়ান” বইটা পড়ে। যার কিছু কথা এখানে আমি উপস্থাপনও করেছি। আমি আশাবাদী যে পুস্তিকাটি মনোযোগের সহিত খালেস নিয়তে অধ্যয়ন করবে সে উপলদ্ধি করতে পারবে যে, ইসলাম তাকে কতুটুকু সম্মান, অধিকার ও সম্ভ্রম দিয়েছে। সে বুঝতে পারবে পর্দার গুরুত্ব ও ফজিলত। প্রিয় ভাই ও বোন! লেখার জগতে আমি নতুন তাই মানবীয় দূর্বলতা থেকে ভুল হতেই পারে। তাই হৃদয়বান পাঠকের নিকট আমার আরজ, পুস্তিকাটিতে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল অবহিত করে আমাকে আনন্দিত করবেন বলে আশাবাদী। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করনে ভুল সংশোধন করতে চেষ্টা করব। পুস্তিকাটি প্রকাশের সময় যাদের স্মরণ করা আমার ইমানি দায়িত্ব যে, আমার মাতা-পিতা সহ আমাকে যারা যেভাবে সহযোগিতা, অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। বিশেষত, “হে উম্মাহ ফিরে এসো ইসলামের ছায়াতলে” বই এর লেখক ও অত্র পুস্তিকার সম্পাদক মাওলানা আব্দুল আজিজ বিন আব্দুল মালেক যার অনুপ্রেরণা ও সম্পাদনায় এবং আল্লাহর মদদে আজ এই পুস্তিকাটি আপনাদের হাতে পৌঁছে দিতে পারছি। উনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। পরিশেষে আল্লাহ তাআলার সমীপে আকুল আবেদন, তিনি যেন অধমের ছোট্ট এই পুস্তিকাটি কবুল করেন। আমার ও মুসলিম উম্মাহের জন্য ইহকাল ও পরকালে মুক্তির মাধ্যম বানিয়ে দেয়। লেখিকা, সম্পাদক, প্রকাশক, প্রæফ কারেকশন ও সংশ্লিষ্টদের এই নিরলস-মেহনত তিনি যেন কবুল করেন। আমিন ইয়া রব্বাল-আলামীন