“পাবলো নেরুদার প্রেমের কবিতা" ল্যাটিন আমেরিকানদের কাছে বিপ্লবের মতাে। প্রেমও প্রবল প্রখর আবেগ ও আতিশয্যের বিষয় ।। তার মানে এই নয় যে, এ গ্রহের অবশিষ্ট বাসিন্দারা জানেই না ‘সখী, ভালােবাসা কারে কয়'। জানে, তবে ল্যাটিন আমেরিকানরা বােধ হয় একটু বেশিই জানে। পাবলাে নেরুদা এমাদের কাছে বিপ্লবী রাজনৈতিক কবি হিসেবে পরিচিত। এই পরিচিত মেরুকরণের বাইরে নেয়া একজন বড় মাপের চণ্ডীদাস, একজন অসাধারণ প্রেমের কবি। তাঁর 'কুড়িটি প্রেমের কবিতা ও একটি নৈরাশ্য সঙ্গীত'এর বিক্রি বিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। নেরুদার অন্তত দুই ডজন অসম্ভব জনপ্রিয় ও কালােত্তীর্ণ প্রেমের কবিতা আছে অথচ এগুলাের সাথে বাঙালি পাঠকদের তেমন চেনাশােনা হয়ে ওঠেনি। সাতান্নটি প্রেমের কবিতার এ সংকলন আশা করি। আমাদের দীর্ঘ অপরিচয় ও অনাত্মীয়তার দূরত্ব ঘােচাতে সহায়ক হবে। নেরুদার প্রেমের কবিতা কামনা বাসনায় আবেগে অনুভূতিতে একান্তই দেহলগ্ন ও মানবিক। তিনি আমাদের প্রতিনিয়ত প্রতি অঙ্গ লাগি কাদে প্রতি। অঙ্গ মাের’- খ্যাত জ্ঞানদাসের কথা মনে করিয়ে দেন। এখানে আমরা এক অন্যরকম নেরুদাকে আবিষ্কার করি যিনি এ মুহূর্তে বিপ্লবী নন, বরং আপাদমস্তক একজন প্রেমিক। b“পাবলো নেরুদার প্রেমের কবিতা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃbr/b ল্যাটিন আমেরিকানদের কাছে বিপ্লবের মতাে। প্রেমও প্রবল প্রখর আবেগ ও আতিশয্যের বিষয় ।। তার মানে এই নয় যে, এ গ্রহের অবশিষ্ট বাসিন্দারা জানেই না ‘সখী, ভালােবাসা কারে কয়'। জানে, তবে ল্যাটিন আমেরিকানরা বােধ হয় একটু বেশিই জানে। পাবলাে নেরুদা এমাদের কাছে বিপ্লবী রাজনৈতিক কবি হিসেবে পরিচিত। এই পরিচিত মেরুকরণের বাইরে নেয়া একজন বড় মাপের চণ্ডীদাস, একজন অসাধারণ প্রেমের কবি। তাঁর 'কুড়িটি প্রেমের কবিতা ও একটি নৈরাশ্য সঙ্গীত'এর বিক্রি বিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। নেরুদার অন্তত দুই ডজন অসম্ভব জনপ্রিয় ও কালােত্তীর্ণ প্রেমের কবিতা আছে অথচ এগুলাের সাথে বাঙালি পাঠকদের তেমন চেনাশােনা হয়ে ওঠেনি। সাতান্নটি প্রেমের কবিতার এ সংকলন আশা করি। আমাদের দীর্ঘ অপরিচয় ও অনাত্মীয়তার দূরত্ব ঘােচাতে সহায়ক হবে। নেরুদার প্রেমের কবিতা কামনা বাসনায় আবেগে অনুভূতিতে একান্তই দেহলগ্ন ও মানবিক। তিনি আমাদের প্রতিনিয়ত প্রতি অঙ্গ লাগি কাদে প্রতি। অঙ্গ মাের’- খ্যাত জ্ঞানদাসের কথা মনে করিয়ে দেন। এখানে আমরা এক অন্যরকম নেরুদাকে আবিষ্কার করি যিনি এ মুহূর্তে বিপ্লবী নন, বরং আপাদমস্তক একজন প্রেমিক।
সুরেশ রঞ্জন বসাক : প্রাবন্ধিক, সাহিত্য সমালােচক ও অনুবাদক। জন্ম ১৯৫২, চট্টগ্রামে। প্রথম সারির জাতীয় পত্রিকাগুলােতে নিয়মিত সাহিত্য সমালােচনা, প্রবন্ধ ও অনুবাদকর্ম ছাড়াও বাংলা একাডেমীসহ দেশের বিশিষ্ট প্রকাশনা সংস্থাগুলাে থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই। দীর্ঘকাল অধ্যাপনা করেছেন দেশে ও বিদেশে। বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট-এ ইংরেজি বিভাগের সহযােগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থসমূহ : কালের কবিতা ও অন্যান্য প্রবন্ধ সাহিত্য : নিকট সময় দূরের দেশ শতাব্দীর সাহিত্য ৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা একশ বছরের ইংরেজি কবিতা ল্যাটিন আমেরিকার নির্বাচিত গল্প গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গল্প একটি অপহরণ সংবাদ: গাব্রিয়েল গার্সিয়া মার্কেস কাবুলের গ্রন্থাবণিক : আসনে সিয়েরস্ট্যাড বাগদাদে একশ এক দিন : আসনে সিয়েরস্ট্যাড এশিয়ার কবিতা। The Human Hole : Moinul Ahsan Saber Towards Understanding 'An Introduction to Poetry'