পূর্বকথা কুরআনে কারীমের তেলাওয়াতকে (নফল ইবাদতসমূহে) সর্বশ্রেষ্ঠ ইবাদত ও সর্বশ্রেষ্ঠ যিকির হিসেবে গণ্য করা হয়েছে। প্রতিটি মুসলমান নর-নারীর উপর বিশুদ্ধরূপে কুরআন শরীফ পাঠ করা আবশ্যক। অশুদ্ধ কুরআন পড়া গুনাহের কাজ স্বয়ং কুরআনই এমন পাঠকারীকে অভিশাপ দিয়ে থাকে। ইসলামের প্রাথমিক যুগেই ইলমী তাজবীদের আবিষ্কার ঘটে। 'কুবরা আশারা' তথা ১০ জন বিখ্যাত ক্বারী সাহেব কর্তৃক বিশুদ্ধ পাঠনীতি প্রণীত হয়েছে। আর তাবেঈনদের যুগে ইলমে তাজবীদের শিক্ষানীতি পরিপূর্ণ বিদ্যারূপে আত্মপ্রকাশ করেছে। সূচনাকাল থেকে আজ অবধি এ শ্রেষ্ঠতম বিদ্যার ধারাবাহিকতা অটুট রয়েছে। কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। রহ. দারুল উলূম দেওবন্দ-এর বিখ্যাত ক্বারী মরহুম মাওলানা আবদুল এম্পাদি ওয়াহিদ ও মাওলানা হিফযুর রহমান রহ. সাহেবদ্বয়ের উস্তাদ হযরত মাওলানা আবদুর রহমান মক্কী রহ. রচিত 'ফাওয়ায়েদে মাক্কিয়্যাহ' নামক কিতাবখানা ইলমে তাজবীদের একটি নির্ভরযোগ্য অনন্য কিতাব। এটি যুগ যুগ ধরে উপমহাদেশের মাদ্রাসাসমূহে তাজবীদ বিভাগের সর্বোচ্চ কোর্সে পাঠ্য কিতাব হিসাবে সমাদৃত হয়ে আসছে। 20 কিন্তু মাননীয় লিখকপ্রবর ইলমে তাজবীদের সকল বিষয়াদি অতি সূক্ষ্মতার সহিত উক্ত কিতাবে একত্রিত করার দরুন বর্তমান তাজবীদ শিক্ষার্থীদের নিকট এটি একটি কঠিন কিতাব হিসাবে পরিগণিত। তাই আম ফায়দার জন্যে কিতাবটি নতুন আঙ্গিকে সহজতর করে প্রকাশ করার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করি।