কথাশিল্পী শহীদুল জহির : বিষয়-বিশ্লেষণ ও জাদুবাস্তবতা শীর্ষক গ্রন্থটি শহীদুল জহির বিষয়ক আমার সাতটি গবেষণাধর্মী প্রবন্ধের সংকলন। প্রবন্ধগুলো ‘শহীদুল জহিরের কথাসাহিত্য : বিষয় ও শিল্পরূপ’ শিরোনামে পিএইচ.ডি. ডিগ্রি অর্জনের সুবাদে লেখা। বাধ্যতামূলকভাবে প্রদত্ত পিএইচ.ডি. বিষয়ক সেমিনারে উপস্থাপিত হয়েছিলো এর তিনটি প্রবন্ধ। কয়েকটি প্রবন্ধ মুদ্রিত হয়েছে বিভিন্ন জার্নালে। ‘শহীদুল জহিরের ছোটগল্পে জাদুবাস্তবতার রূপায়ণ : ‘কাঠুরে ও দাঁড়কাক’ এবং ‘ডুমুরখেকো মানুষ’’ প্রবন্ধটি প্রকাশ হয়েছে উন্নয়ন সংকলন, ভলিয়ম ১১, সংখ্যা ১, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল স্টাডিজ, ঢাকা, মার্চ ২০১৫। ‘শহীদুল জহিরের ছোটগল্পে নি¤œবর্গ মানুষ’, ‘শহীদুল জহিরের ছোটগল্প ‘আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই’ : বিষয়-বিশ্লেষণ’ এবং ‘শহীদুল জহিরের উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা : বিষয়-বিশ্লেষণ’ প্রবন্ধ তিনটি প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিল্প-সাহিত্য বিষয়ক রুদ্র-মঙ্গল গবেষণাপত্রের যথাক্রমে তৃতীয়, ষষ্ঠ-সপ্তম ও অষ্টম সংখ্যায়; মে ২০১৮, মে ২০২১-২০২২ এবং মে ২০২৩ সালে। সংকলনটি প্রকাশের মুহূর্তে আমার গবেষণাকর্মের সঙ্গে জড়িত সকল শিক্ষক, তত্ত্বাবধায়ক, পরীক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং পরিবার-পরিজনের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি গ্রন্থিক প্রকাশনকে। গ্রন্থিক আগ্রহী না হলে গ্রন্থটি প্রকাশের পরিকল্পনা এখনই হতো না। কথাশিল্পী শহীদুল জহির নিয়ে অসংখ্য পাঠক ও গবেষক এসময়ে উন্মুখ রয়েছেন; কিন্তু, সেই অনুপাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সহায়ক গ্রন্থ প্রকাশ পায়নি। আমার গবেষণামূলক প্রবন্ধের সংকলন-গ্রন্থটি সেই উন্মুখ আকাক্সক্ষাকে কিছুটা পরিতৃপ্ত করতে পারবে এবং শহীদুল জহিরের ব্যাখ্যা-বিশ্লেষণে নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা রাখি।