কথাশিল্পী শহীদুল জহির : বিষয়-বিশ্লেষণ ও জাদুবাস্তবতা শীর্ষক গ্রন্থটি শহীদুল জহির বিষয়ক আমার সাতটি গবেষণাধর্মী প্রবন্ধের সংকলন। প্রবন্ধগুলো ‘শহীদুল জহিরের কথাসাহিত্য : বিষয় ও শিল্পরূপ’ শিরোনামে পিএইচ.ডি. ডিগ্রি অর্জনের সুবাদে লেখা। বাধ্যতামূলকভাবে প্রদত্ত পিএইচ.ডি. বিষয়ক সেমিনারে উপস্থাপিত হয়েছিলো এর তিনটি প্রবন্ধ। কয়েকটি প্রবন্ধ মুদ্রিত হয়েছে বিভিন্ন জার্নালে। ‘শহীদুল জহিরের ছোটগল্পে জাদুবাস্তবতার রূপায়ণ : ‘কাঠুরে ও দাঁড়কাক’ এবং ‘ডুমুরখেকো মানুষ’’ প্রবন্ধটি প্রকাশ হয়েছে উন্নয়ন সংকলন, ভলিয়ম ১১, সংখ্যা ১, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল স্টাডিজ, ঢাকা, মার্চ ২০১৫। ‘শহীদুল জহিরের ছোটগল্পে মানুষ’, ‘শহীদুল জহিরের ছোটগল্প ‘আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই’ : বিষয়-বিশ্লেষণ’ এবং ‘শহীদুল জহিরের উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা : বিষয়-বিশ্লেষণ’ প্রবন্ধ তিনটি প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিল্প-সাহিত্য বিষয়ক রুদ্র-মঙ্গল গবেষণাপত্রের যথাক্রমে তৃতীয়, ষষ্ঠ-সপ্তম ও অষ্টম সংখ্যায়; মে ২০১৮, মে ২০২১-২০২২ এবং মে ২০২৩ সালে। সংকলনটি প্রকাশের মুহূর্তে আমার গবেষণাকর্মের সঙ্গে জড়িত সকল শিক্ষক, তত্ত্বাবধায়ক, পরীক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং পরিবার-পরিজনের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি গ্রন্থিক প্রকাশনকে। গ্রন্থিক আগ্রহী না হলে গ্রন্থটি প্রকাশের পরিকল্পনা এখনই হতো না। কথাশিল্পী শহীদুল জহির নিয়ে অসংখ্য পাঠক ও গবেষক এসময়ে উন্মুখ রয়েছেন; কিন্তু, সেই অনুপাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সহায়ক গ্রন্থ প্রকাশ পায়নি। আমার গবেষণামূলক প্রবন্ধের সংকলন-গ্রন্থটি সেই উন্মুখ আকাক্সক্ষাকে কিছুটা পরিতৃপ্ত করতে পারবে এবং শহীদুল জহিরের ব্যাখ্যা-বিশ্লেষণে নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা রাখি।