সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটি কঠিন পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমেই একজন শিক্ষার্থী তার জীবনের কাঙ্খিত উদ্দেশ্য পূরণের প্রাথমিক কিন্তু অন্যতম দুর্গম পথ পাড়ি দিয়ে উচ্চ শিক্ষা লাভে অগ্রসর হয়। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষার আশানুরূপ সাফল্য লাভ করতে হলে English এ সুনিপুণ দখল থাকা চাই। প্রথম সারির বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হতে হলে English- এ উল্লেখযোগ্য পরিমাণ নম্বর পেতে হয়। আর H.S.C পরীক্ষার পর স্বল্পতম সময়ে বাংলা ও অন্যান্য বিষয়সহ English- এর উপর দখল আনা সত্যিই দুরূহ ব্যাপার। এই দুরূহ ব্যাপারটি সহজ করার জন্যই আমরা রচনা করেছি Grammar Panacea. একজন শিক্ষার্থী কেবল এই বইটি অনুসরণ করেই Grammar অংশের সবগুলো Question Answer দিতে পারবে এটা নিঃসন্দেহে বলা যায়। প্রতিটি Chapter এর অধীনে Grammar এর Rules সুন্দরভাবে উপস্থাপন শেষে উক্ত Topic থেকে বিগত বছরগুলোতে যে সব প্রশ্ন এসেছে তা দিয়ে সাজানো হয়েছে Practice Session, শুধু এই Practice Session গুলো অনুশীলন করসেই একজন শিক্ষার্থী English- এ ভাল নম্বর পেতে সক্ষম হবে। বিগত বছরগুলোতেও এ বই গড়ে বিপুল পৃথিয়ান শিক্ষার্থী ইংরেজিতে কাঙ্খিত ফলাফল পেয়েছে। অযথা বা অপ্রয়োজনীয় Rules বাদ দিয়ে যেগুলো Admission Test এ আসতে পারে কেবল সেসব Rules দিয়েই বইটি রচনা করা হয়েছে। বাজারে বড় বড় বই পড়ে এখন গবেষণার সময় নয়। কম সময়ে কিভাবে English-এ ভাল করবে তা অর্জন করতে Grammar Panacea বইটি অবশ্যই অনন্য। সর্বোপরি Admission Test- এ ভাল করতে Grammar Panacea তোমাদের কাঙ্খিত উদ্দেশ্য পূরণে সহায়ক হোক এই প্রত্যাশা করি।