জেনারেল শিক্ষিত ও মাদরাসা শিক্ষিতদের জন্য আরবি ভাষা শিখার অনবদ্য বই "আরবি ভাষা পাঠ"। নিচে বইটির বৈশিষ্ট্য দেয়া হলো। ** "আরবি ভাষা পাঠ" বইটি কাদের জন্য? ১. জেনারেল শিক্ষিত, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম থেকেই আরবি ভাষার সফর শুরু করতে চান, তাদের জন্যই এই বইটি। তবে জেনারেলদের জন্য শর্ত হলো, অন্তত কোরআন শুদ্ধ করে পড়তে পারতে হবে। ২. যারা আরবি ভাষা বিভিন্নভাবে শিখার চেষ্টা করছেন, কিন্তু সফল হচ্ছেন না, আরবি ভাষা কঠিন মনে হয়, তাদের জন্য এই বই। এতে প্রয়োজনীয় সকল প্র্যাকটিস থাকার কারণে কঠিন টপিকগুলোও সহজ মনে হবে, ইন শা আল্লাহ। ৩. এছাড়া যারা ”এসো আরবি শিখি” বই থেকে যারা আরবি ভাষা শিখছেন, তারা প্র্যাকটিস বুক হিসাবেও এই বইটি নিতে পারেন। ”এসো আরবি শিখি” তে সংক্ষিপ্ত প্র্যাকটিস পড়ার পর, সেটা বুঝেছেন কিনা, কতটুকু বুঝেছেন, এমন সব দক্ষতা যাচাই এর জন্য এই বইটি উপযোগী হবে ইন শা আল্লাহ। ** "আরবি ভাষা পাঠ" বইয়ের বৈশিষ্ট্যমূহ : ১. বইটিতে রয়েছে প্রত্যেক টপিকের উপর প্র্যাকটিসের জন্য কথোপকথন, পর্যাপ্ত অনুশীলনী, যা একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তুলবে ইন শা আল্লাহ। ২. বইটি সিবাওয়াই ইনস্টিটিউট এ ৫ বছর যাবত পড়ানো হচ্ছে। ৫ বছর পড়ানো অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগিয়েছি প্রতিটি পৃষ্ঠায়। শিক্ষার্থীরা কত সহজে ও কত কম সময়ে আরবি ভাষা শিখতে পারে, এটার চেষ্টা করা হয়েছে এখানে। ৩. বইটি মোট ৪ খণ্ডের হলেও, প্রাথমিকভাবে শুধু ৩ খণ্ডই অর্ডার করতে পারবেন। ৪র্থ খণ্ডের কাজ শেষ হলে, আশা করি, পরবর্তী বছরের শুরুতে পেয়ে যাবেন, ইন শা আল্লাহ। আমরা আশা করি, আপনাদের আরবি ভাষা শিক্ষার সফর এই বইয়ের মাধ্যমে আরো সহজ হবে, ইন শা আল্লাহ।
নাজমুল হাছানের জন্ম ১৯৯৬ খ্রিস্টাব্দে, কুমিল্লার বরুড়া উপজেলায়। ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ মহিউদ্দীনের ৩য় সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অনার্স (আরবি ভাষা ও সাহিত্য) ও মাস্টার্স (অ্যারাবিক ল্যাঙ্গুইজ টিচিং) সম্পন্ন করেন এবং বিভাগের ফলাফলে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম ও ফ্যাকাল্টিতে প্রথম স্থান অর্জন করেন। মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় ই তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের সবচেয়ে বড় আরবি ভাষা শিক্ষার প্লাটফর্ম “সিবাওয়াই ইনস্টিটিউট”। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত প্রায় চার হাজার শিক্ষার্থীকে সফলভাবে আরবি ভাষা শিক্ষা দিয়েছে। প্রতিষ্ঠানটিতে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরবি ভাষা শিখে থাকেন। আরবি ভাষার শিক্ষার উপর বাংলাদেশী লেখকদের মৌলিকগ্রন্থ নেই বললেই চলে। জনাব নাজমুল হাছান তার প্রতিষ্ঠানে অর্জিত ৫ বছরের ধারাবাহিক গবেষণায় লিখেছেন আরবি ভাষা শিক্ষার অনবদ্য বই “আরবি ভাষা পাঠ”।