এম. আব্দুল কাইয়ুম পিতা: মরহুম মোঃ জালাল মিয়া, মাতাঃ মোছাঃ কৈতুরী বিবি। জন্ম: জাংগালীয়া গ্রামে। আলীনগর ইউনিয়ন, ডাকঘর: আদমপুর বাজার, উপজেলা: কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজার। শিক্ষা ডিগ্রী: বিজ্ঞান, ব্যবসা ও বি.এ অনার্স এবং মাস্টার্স, (ফার্স্ট ক্লাস) বিভাগ: বাংলা ভাষা ও সাহিত্য, এবং আল-কোরআন ও ইসলাম শিক্ষা পড়াশুনা-খামিছ সম্পন্ন। ভাষা দক্ষতা: বাংলা, ইংরেজী এবং ফরাসি। কর্মজীবন, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান বাংলাদেশে ২০১৩ সাল থেকে মানবাধীকারকর্মী হিসাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন, সম্পাদক, বাংলাদেশ শাখা: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ইউকে, মার্চেন্ডাইজিং ও মার্কেটিং জবঃ বিভিন্ন বায়িং হাউজ ও কারখানায়, ঢাকা, বাংলাদেশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফ্রাইডেজ ক্যাম্পেইন ইন্টারন্যাশনাল, প্রতিষ্ঠাতা সিইও এবিসি বাংলা ফ্যাশন, ঢাকা, বাংলাদেশ। প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক: এবিসি বাংলা এ্যাপারেলস লিঃ, ঢাকা, বাংলাদেশ। প্রতিষ্ঠাতা সমাজ সেবা কার্যক্রম- সবজান বিবি জেকে ফাউন্ডেশন, কমলগঞ্জ, মৌলভীবাজার। প্রতিষ্ঠাতা সবজান বিবি জেকে মেমোরিয়াল একাডেমি। জয়িতা ক্যাম্পেইন, জলবায়ু বিষয়ক সচেতনতা বাড়ানো ও মানবাধিকার বিষয় প্রচারাভিযান, সেমিনার। সারা দেশের বিভিন্ন শহর ও মাধ্যমিক বিদ্যালয়কে লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করেন। Brief of Experience: #Well Communication, Export-Import Business dealing, #New Business Development, #Banking, #Finance Accounts, Commercial, C&F, TAX related task, #Administration Operation, #Reporting, #Business Planning, #Computer, format formation & designs # Software, #Merchandising & marketing local to international. সাহিত্য বিচরণ: কবিতা, গল্প, কলাম লেখা, গীতিকবিতা, ছড়া, হামদ ও নাত রচনা করা, পরিবেশ আলোকচিত্রী এবং সমসাময়িক ঘটনার আলোকে সোস্যাল মিডিয়াকর্ম, নিয়মিত লেখক 'আলোর সন্ধানে' সাহিত্য ম্যাগাজিন। সাংবাদিকতা: মাসিক কণ্ঠস্বর, বাংলা নিউজ টিভি, এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ। জাতীয় ও স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রশিক্ষণ ঢাকা শহর, অন্যান্য বিভাগীয় শহরের বিভিন্ন স্থান ও মাধ্যমিক বিদ্যালয়ে 'জয়িতা ক্যাম্পেইন' পরিচালনা করা। তরুন ও যুব সমাজের অংশগ্রহনে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সভা-সেমিনার ও প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উদযাপন এবং স্ব-স্ব কার্যক্রম পরিচালনা করেন। আন্তর্জাতিক ভ্রমণ, সেমিনার ও প্রশিক্ষণ ইন্ডিয়া, নেপাল, চীন, মায়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আরব আমিরাত, কাতার, রুমানিয়া, আর্মেনিয়া, জার্মানি, ইতালি, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স। বর্তমান পেশা: মানবাধিকারকর্মী, রচনা-গবেষণা, সমাজসেবা এবং ব্যবসা।