আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চাদের জন্য বই কিনি সেই তাদের একেবারে ছোটবেলা থেকে। যখন পড়তেও শিখেনি তখন থেকে। আর খুজতাম ইসলামি চিন্তাধারার ভালো বই – যেন গল্পে গল্পে শিখতে পারে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে। বাংলাদেশে বাচ্চাদের জন্য কখন থেকে ভালো বই প্রকাশ হচ্ছে? কোন প্রকাশনী প্রকাশ করছে? কি প্রকাশ করছে? আলহামদুলিল্লাহ, খুব খেয়াল রাখার চেষ্টা করেছি প্রথম থেকেই এবং সংগ্রহ করেছি তখনেই ( এত এত বই এখনো লিস্ট করা আমাদের কাছে, কিনতে হবে বয়সভেদে আস্তে আস্তে। ইংশা-আল্লহ ) বিশেষ করে আমরা খুজে খুজে হয়রান হতাম ভালো বইয়ের জন্য এই চিন্তা থেকেই মুলত চড়ুই তে বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু আমাদের। আকীদা বিষয়ে যে কয়টি বাংলা বই এ যাবৎকালে আমার চোখে পড়েছে, বেশিরভাগই আমাদের কাছে বেশ কঠিন ও তথ্য নির্ভর মনে হয়েছে বাচ্চাদের জন্য। তাই এই বইটার ক্ষেত্রে আমাদের একটাই চাওয়া ছিল, আকীদা বিষয় টা যেহেতু একটু কঠিন, তা যেন মেইনলি ছবি নির্ভর হয়। যেন ছবি দেখলেই সহজে একটা বাচ্চার মনে-মগজে ঢুকে যায় তথ্য টা। আল-মুত্তাকুন প্রকাশিত ইংরেজী বই “লিটল মুওয়াহিদিন” ( বিভিন্ন প্রসিদ্ধ আকীদা গ্রন্থ থেকে সংকলীত) এর বাংলা অনুবাদ এটি। মদীনা বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগে অধ্যায়নরত একজন ছাত্রের নিবিড় নিরীক্ষণে আকীদার প্রতিটি বিষয়ে অনুবাদটি শানিত করা হয়েছে। বইটি বড়দের জন্যেও দরকারী তাওহীদের খোরাক দিবে। ইংশা- আল্লহ