الْحَمْدُ لِلَّهِ وَكَفَى وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى أَمَّا بَعْدُ ! আরবী ভাষায় দু'টি বৈশিষ্ট্য রয়েছে- এক. এটা হচ্ছে কুরআন ও হাদীসের ভাষা এবং এতে রয়েছে আমাদের মূল ধর্মীয় পরিভাষাসমূহ ও শব্দভান্ডার। এ সম্পর্কে জ্ঞান না থাকলে আমাদের ইসলামের পদ্ধতি ও বিধি-বিধান সম্পর্কে সঠিকভাবে পরিচিত হওয়া এবং ইসলামের সুমহান জ্ঞান ভান্ডারের সাথে (যা তার ঐতিহাসিক গন্ডির মধ্যে সাড়ে তেরশ বছরের দীর্ঘ সময়ে এবং তার ভৌগলিক বিস্তৃতিতে ইসলামী বিশ্বের বিশাল আয়তন জুড়ে ব্যাপৃত হয়ে আছে)। এর সাথে সুসম্পর্কে সৃষ্টি হতে পারে না এবং সেসব থেকে আমরা কোনভাবে উপকৃত হতে পারি না। এ বৈশিষ্টটি আরবী ভাষার সর্বপ্রধান এবং সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তা ছাড়া এটি আমাদের সম্পর্ক ও আকর্ষণের মূল কারণ। এদিক থেকে আমাদের প্রকৃত দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- আমরা যেন একে কোনো লৌকিকতাছাড়াই বিশুদ্ধভাবে পড়তে ও বুঝতে পারি এবং যেসব জ্ঞান ও ভূমিকার উপর এ উদ্দেশ্য অর্জিত হওয়া নির্ভরশীল সেসবের সাথে পরিচিত হই। দুই. দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে, (যদিও সেটি কম গুরুত্বপূর্ণ তথাপি অগ্রাহ্য করার মত নয়) এ আরবী ভাষা আল্লাহর রাসূল সা.-এর যুগে এবং ইসলামের সূচনাতেও একটি জীবন্ত ভাষা ছিল এটি ইসলামের ইতিহাসে এ এযুগেও একটি জীবন্ত ও সমৃদ্ধশীল ভাষা হিসেবে বিদ্যমান রয়েছে। এটি ভাষাগত সকল প্রয়োজন সমূহ পূর্ণ করার এবং মনের ভাব প্রকাশের পূর্ণ যোগ্যতা রাখে। যেটি পবিত্র কুরআনেরই বদৌলতে তার স্বকীয়তা নিয়ে টিকে আছে। আর এ বৈশিষ্ট্যটির স্বভাবগত দাবী হচ্ছে এর সাথে আমাদের সম্পর্কটাও যেন প্রাণবন্ত ও বাস্তব সম্মত হয়। আমরা যেন এটিকে একটি ব্যাপক জনগোষ্ঠীর ভাষা হিসেবে জানি। এ ভাষায় লৌকিকতা পরিহার করে সহজইে মনের ভাব প্রকাশ করতে পারি, একে বক্তৃতা ও লিখনীর মাধ্যমে ব্যবহার করতে পারি।........
Title
আশরাফুল ইনশা শরহে মুআল্লিমুল ইনশা বাংলা - দ্বিতীয় খন্ড