বইটির বৈশিষ্ট্যঃ ১। জুম'আর খুৎবার গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল ২। আদর্শ খতীব ও বক্তার মৌলিক গুণাবলী ৩। কীভাবে জুম'আর খুৎবা এবং যে কোন বক্তব্য প্রস্তুত করবেন ৪। কীভাবে জুম'আর খুৎবা এবং যে কোন বক্তব্য উপস্থাপন করবেন ৫। কুরআন ও সহীহ হাদীসের আলোকে জুম'আর খুৎবার বিস্তারিত নিয়ম-কানুন ৬। জুম'আর খুৎবা ও যে কোন বক্তব্য গ্রহনযোগ্য এবং ফলপ্রসূ হওয়ার উপায়সমুহ। ৭। খতীব ও বক্তার গ্রহনযোগ্যতার এবং সফলতার মৌলিক গুণাবলী ৮। কুরআন ও সহীহ হাদীসের আলোকে মাতৃভাষায় জুম'আ ও ঈদের খুৎবা প্রদানের বৈধতা । ৯। জুম'আর প্রথম ও দ্বিতীয় খুৎবা এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা, ইস্তিস্কা, চন্দ্র ও সূর্য গ্রহণ ও বিবাহের সর্বমোট ২৭টি আরবি খুৎবার নমুনা। ১০। আকীদাহ, ইবাদত, আদর্শ ও কৃষ্টিকালচার বিষয়ক অতি গুরুত্বপূর্ণ ৪০ টি খুৎবা ও বক্তৃতার বিষয়বস্তু বিশ্লেষণ ১১। আরো অনেক কিছু... বইটি সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক ও শাইখুল হাদীস শাইখ মুস্তফা সালাফী- এর সুচিন্তিত অভিমত- *অভিমত - ১ রাজকীয় সউদী দূতাবাসের সিনিয়র কর্মকর্তা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর দাওয়া‘হ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আলিমে দীন, লেখক ও গবেষক অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সাহেব-এর: সুচিন্তিত অভিমত بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الإنسان، وآتاه الحكمة والعرفان، والصلاة والسلام على من أوتي بجوامع الكلم وحسن البيان، أما بعد : ইসলামী শরীয়তে জুমু‘আর খুতবা ও ইসলামী বক্তৃতার গুরুত্ব-তাৎপর্য অপরিসীম। একটি ঘুণে ধরা ও পাপ-পঙ্কিলতায় নিমজ্জিত সমাজকে উদ্ধার করতে ও ঈমানের বলে বলীয়ান করতে এবং ইসলামী চেতনায় উজ্জীবিত করতে যুগের পর যুগ জুমু‘আর খুতবা ও ইসলামী ওয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে মুসলমানদের সাপ্তাহিক ঈদ পবিত্র জুমুআ‘র মেম্বার হতে যে ঈমান-আকীদাহকে শাণিত করার আহবান জানানো হয়, মন থেকে মনে, সমাজ থেকে সমাজে যে আলো ছড়িয়ে পড়ে তাতেই আলোকিত মানুষ ও সমাজ গড়ে উঠছে নিরবিচ্ছিন্নভাবে।