সমস্ত প্রশংসা কেবল আল্লাহ তা'আলার, যিনি মানুষকে ভাষা দান করেছেনে এবং ভাষা হচ্ছে আল্লাহ তা'আলার শ্রেষ্ঠ দান যেই ভাষা মানুষ যুগ যুগ ধরে সাহিত্য চর্চা, দাওয়াতি কাজ সহ ইসলামের মনোজ্ঞ কাজ সমূহ আঞ্জাম দিয়ে আসছেন, আল্লাহ তা'আলা আমাদের মাঝে কোরআন দান করেছেন। যার ভাষা হচ্ছে আরবী, অতপর আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানীতে বিভিন্ন দেশের আলেম-উলামাগণ তার ভাষান্তর করার দরুন মানুষ সেই কোরআন থেকে নিজ-নিজ জীবন সম্পাদনা করছে এবং আমরা সকল মানবজাতী হচ্ছে (আদি পিতা) হযরত আদম (আঃ) এর সন্তান এবং আমাদের (আদি মাতা) হযরত হাওয়া (আঃ) কে বাবা আদম এর পাঁজর এর হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেক স্বামী-স্ত্রী'র ক্ষেত্রেও এমনই ঘটেছে, তাই নাবীয়ে কারিম (সাঃ) বলেন প্রত্যেক স্বামীর জন্য অবশ্য করণীয় কর্তব্য হলো, স্ত্রীকে সদা-সর্বদা হাসি খুশি রাখা সুন্নত। আর নবীয়ে কারিম (সাঃ) এর সুন্নত পালনার্থে অনেকেই অনেক পন্থা অবলম্বন করে থাকে, (যেমন: কেউ পোশাক পরিচ্ছদের মাধ্যমে, ঘুরাঘুরির মাধ্যমে, গান শুনিয়ে, বা বিভিন্ন রোমান্টিক চিরকুট লেখার মাধ্যমে, আবার কেউ বই পুস্তক হাদিয়া দেওয়ার মাধ্যমে থাকে।