ভিটেমাটি দুর্জয় ঘাঁটি সাত পুরুষের ভিটেমাটি দুর্জয় ঘাটি - এ কথা মনে করে পূর্ববঙ্গ থেকে বেশ কিছু পরিবার জিন্নাহ - নেহরুর গড়া হিন্দুস্থানে যায়নি। আবার অনেকে পাকিস্তানেও আসেনি। যে যার ভিটেমাটি আঁকড়ে ধরে সাত পুরুষের ভিটেমাটিতে থেকে গেছে! ১৯৪৭ সালের দেশভাগ অনেকেই মেনে নিতে পারেননি। সেই হিন্দু পরিবারের একজন হলেন সন্ধ্যারাণী। তিনি পূর্ববঙ্গে নিজের ভিটেমাটি আগলে রেখে জীবনটা সাত পুরুষের ভিটেতে কাটিয়ে দিয়েছিলেন। এজন্য তাঁকে বারবার বিপদের মুখোমুখি হতে হয়। কিন্তু তাঁর সন্তানরা দেশ ছেড়ে চলে যান! সুলতানা নামের আরেকজন নারী উচ্চশিক্ষিতা হয়ে চাকরি পেয়েও তা করেননি। তিনি যৌবনে এক সুদর্শন হিন্দু যুবকের প্রেমে পড়েন। তাঁর সঙ্গে সুলতানার দৈহিক মিলন পর্যন্ত হয়েছিল। এর পর যখন শুনলেন, ওই সুদর্শন যুবক বিবাহিত তখন তিনি সম্পর্ক চুকিয়ে দিয়ে এক সিএসপি অফিসারের ঘরণী হলেন। শেষ বয়সে সুলতানার জীবনটা নিঃসঙ্গভাবে কাটে। কেননা, তাঁর সন্তানরা কানাডা প্রবাসী হয়েছিল। একবার তাঁর দুই নাতি আসিফ ও আশিক নানীর বাড়িতে বেড়াতে আসে। সুদর্শন এই দুই যুবক হিন্দু ধর্মের মেয়েদের প্রেমে পড়ে। হিন্দু মেয়েদের প্রেমে পড়ে তাঁর আরও দুই নাতি মুরাদ ও রাকিব। প্রেমের সূত্রপাত ঘটে ফেসবুকের মাধ্যমে। সেই মেয়েরা ছিল লখনৌয়ের বাসিন্দা। আবার তাঁরা সন্ধ্যারাণীর নাতনি। যেন কি মিল!
Liakot Hosan Khokon লেখক লিয়াকত হােসেন খোকন ১৯৫৩ সালের ১৪ মার্চ পিরোজপুর শহরের রায় বাহাদুর রোডে (আদর্শপাড়া) ‘স্মৃতি ভবনে’ জন্মগ্রহণ করেন । পিতা মৃত আমির হােসেন মিয়া এবং মাতা মৃত্যু আমেনা খাতুন | লেখক ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি লাভের পর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, সহধর্মিণী শওকত আরা ডলি । অলি শাহরিয়ার হাসান ও লিয়াকত হােসেন খোকন । ১৯৯৬ সালে তার লেখা বাংলাদেশ ভ্ৰমণ পুস্তিকাটি প্রকাশিত হয় হাক্কানি পাবলিশার্স থেকে । তার দ্বিতীয় গ্ৰন্থ ৬৪ জেলা ভ্ৰমণ অনিন্দ্য প্রকাশ থেকে বের হয়। ২০০৭ সালে । ২০০৮ সালে প্রকাশ হয় তাঁর তৃতীয় গ্রন্থ ভারত নেপাল ভূটান ভ্ৰমণ । ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি প্রদেশ তিনি ঘুরে দেখেছেন । ১৯৭৫ সালে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যায় প্রথম যান, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তারপর ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত এ নিয়ে মোট সাতবার কামরূপ কামাখ্যায় তিনি গিয়েছেন । জাদুকর, ভূতপেত্রিদের খপ্পরে পড়েও তিনি ফিরে আসতে সক্ষম হয়েছেন । সেই অভিজ্ঞতার আলোকে লেখক লিয়াকত হােসেন খোকনের এবারের আয়োজন জাদু টােনার দেশ কামরূপ কামাখ্যা পুস্তিকাটি ।