"তথ্য ও যোগযোগ প্রযুক্তি (আইসিটি)" বইটি সম্পর্কে কিছু কথাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হিসাবে সকল ধারার শিক্ষার্থীদের জন্য চালু করেছেন যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই পাঠ্যপুস্তকটি তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়টি সিলেবাস অনুসরণ করে লিখা হয়েছে। ইতিপূর্বে পুরাতন সিলেবাসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক অনুমােদন প্রাপ্ত পাঠ্যপুস্তক হিসেবে। মুদ্রিত উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা ১ম পত্র ও ২য় পত্র সর্বমহলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। কম্পিউটার শিক্ষায় নিয়ােজিত সহকর্মী শিক্ষকগণের সহযােগিতা, পরামর্শ ও অনুপ্রেরণার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। আশা করছি তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এই বইটিও শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়ােজন মিটাতে পারবে। বাংলা ভাষার সাহায্যে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে জ্ঞান-অর্জনের সুযােগ সৃষ্টি করা এই বইয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য। উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা যাতে করে বইয়ের বিভিন্ন অধ্যায়ের বিষয়গুলাে সহজে বুঝতে ও অনুধাবন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে বইটির প্রত্যেকটি বিষয় সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে। বইটিতে সঠিক ও বাস্তবের সাথে সঙ্গতি রেখে তথ্য দেবার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। বইটি রচনার ক্ষেত্রে বিভিন্ন বিদেশী বইয়ের সাহায্য নিয়েছি। যার কারণে কম্পিউটারের কিছু শব্দ শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে নতুন বাংলা শব্দ ব্যবহার করতে হয়েছে। আবার অনেক ক্ষেত্রে নতুন বাংলা শব্দের সাথে বহুল প্রচলিত ইংরেজি শব্দও ব্যবহার করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে পর্যাপ্ত চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই বিষয়বস্তু সম্পর্কে বুঝে জ্ঞান লাভ করতে পারে। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়টি অনেক বিস্তৃত এবং পরিবর্তনশীল। প্রতিনিয়তই এই বিষয়ে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন সাধিত হচ্ছে। এই উন্নয়নের গতির সাথে তাল রাখার জন্য প্রতি বছর এই বইয়েরও প্রয়ােজনীয় পরিবর্তন কিংবা আপডেট করা হবে যাতে শিক্ষার্থীরাও লেটেস্ট তথ্য জানতে পারে। সর্বাধুনিক কম্পিউটার প্রযুক্তিতে বইটি মুদ্রিত হয়েছে এবং মুদ্রণের ব্যাপারে যথেষ্ট সতকর্তা অবলম্বন হয়েছে। এরপরও যদি কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে তাহলে তা পরবর্তীতে সংশােধনের আশা রাখি। তাছাড়া বইটির মান উন্নয়নে যে কোন ধরনের গঠনমূলক সমালােচনা, পরামর্শ ইত্যাদি। সাদরে গৃহীত হবে।
MS in Computer Science & Engineering (BUET) B.Sc. Engg. in EEE (BUET) ফেলো, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফেলো, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ ফেলো, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (USA)। চেয়ারপার্সন, আইসিটি এডুকেশন ফাউন্ডেশন। [সাবেক ভিজিটিং ফ্যাকাল্টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ও লালমাটিয়া মহিলা কলেজ। সাবেক ফ্যাকাল্টি, কম্পিউটার সায়েন্স বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। প্রাক্তন চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স বিভাগ, ঢাকা সিটি কলেজ।]