সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্যে। আমরা তাঁরই প্রশংসা করি এবং তাঁরই নিকটে আত্মসমর্পণ করে তাঁর পথেই ফিরে যাই। আমাদের নবী মুহাম্মাদ স. এর প্রতি বর্ষিত হোক অফুরন্ত দুরূদ ও সালাম। বক্ষমান পুস্তিকাটি মূলত সৌদি আরবের মাসজিদুল হারাম ও মাসজিদে নববীর রিয়াসাতুল আম্মাহ কর্তৃক প্রকাশিত একটি আরবি লিফলেট। বর্তমান সমসাময়িক বিষয় হওয়ায় বাংলা ভাষাভাষী মানুষের জন্য এর প্রয়োজনীয়তা ব্যাপক। এছাড়াও সমাজে মুহাররম বিষয়ে বিভিন্ন জাল-যঈফ হাদীস কেন্দ্রিক আমল ও বহু বিদ‘আত ছড়িয়ে রয়েছে। তাই মানুষকে মুহাররমের সঠিক আমল জানানো এবং ভ্রান্ত পথ ও বিদ‘আত থেকে সর্তক করার লক্ষ্যে আমরা আমাদের দাওয়াহ প্রজেক্ট হিসেবে পুস্তিকাটির অনুবাদ প্রকাশ করার উদ্দ্যেগ গ্রহণ করেছি। সম্মানিত অনুবাদক শত ব্যস্ততার মাঝেও অনুবাদ সম্পন্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁকে উত্তম প্রতিদান দান করুন। আমরা বইটি মসজিদে হারামাইন-সহ বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী সকলের মাঝে ফ্রী বিতরণ করতে চাই। তাই দ্বীনি ভাই-বোনদের প্রতি এই মহৎ দাওয়াতি কাজে সহযোগিতা করা আহ্বান জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ‘লা তৌফিক দান করুন। আল্লাহ তা‘আলা আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং সহযোগিতাকারী সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।