উপন্যাস হচ্ছে মূলত সমাজের চিত্রায়ন। একটি জাতি, একটি সমাজ কোন অবস্থায় আছে সেটি উপন্যাসে চিত্রায়ন করা হয়। আর এই চিত্রায়নটি যদি উপন্যাসের মাধ্যমে যথাযথভাবে উপস্থাপন করা হয় তখন উপন্যাসটি হয়ে ওঠে কালজয়ী। একটি ভালো উপন্যাস থেকে একটি কালজয়ী সিনেমা নির্মাণ সম্ভব যদি সে উপন্যাসটি মানুষের সমাজ এবং জীবনের তরে পরিবর্তনের সম্ভাবনার কোনো বিষয়বস্তু চিত্রায়িত হয়। বর্তমানে যারা হাতের লেখার খড়ি দেয়, তারা শুধু কবিতা লেখার মাধ্যমে কবি হয়ে যেতে চায়। বর্তমানে এত অসংখ্য কবি আছে, যাদের প্রায় অধিকাংশই কবিতা কি জিনিস তা বুঝে না। কবিতার উপমা-উৎপ্রেক্ষাও বুঝে না। সস্তা কবিতার অবয়ব সাজিয়ে কবি হওয়ার মহান নেশায় ব্যস্ত। অথচ উপন্যাস, প্রবন্ধ এবং গল্পের মতো সাহিত্যের সেরা শাখাগুলো নিয়ে অধিকাংশ কিছু বোঝেন না বা মাথা ঘামান না। বর্তমান সময়ে সাহিত্যে উপন্যাস- গল্পে যে সংকট চলছে তা নিরসনে শেখ আকতারের 'বিয়োগ' উপন্যাসটি নবযাত্রা সূচনা করবে বলে আমার বিশ্বাস। শেখ আকতার এই উপন্যাসের মাধ্যমে সাহিত্যিকদেরকে উপন্যাসমুখী হতে অনুপ্রেরণা দিয়েছেন। শেখ আকতার এই উপন্যাসের মাধ্যমে তার নিজস্ব বর্ণনায় সামাজিক অবক্ষয়, মানবিক মূল্যবোধহারা সমাজের সংস্কৃতি, আচার-আচরণ, আবরণ, তাহজিব, তামাদ্দুন তথা কালচারকে সামাজিক উপন্যাসের মাধ্যমে প্রতি চিত্রায়ন করেছেন।