সেই নেক আমলসমূহের বিবরণ যাহার সঙ্গে আল্লাহ তা'আলা কুরআনে পাকের অধিকাংশ আয়াতের মধ্যে জান্নাতে প্রবেশাধিকারকে সম্পৃক্ত করিয়াছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ ও নামাজের কতিপয় রহস্য ও মহিমার বর্ণনা প্রসঙ্গে। হামদ ও সালাতের পর হে স্নেহাস্পদ! আল্লাহ তা'আলা আপনাকে সৌভাগ্যবান করুন। জানিয়া রাখুন যে, এই অধম একটি সময় পর্যন্ত এই উৎকণ্ঠার মধ্যে ছিল যে, আল্লাহ তা'আলা অধিকাংশ আয়াতে কুরআনের মধ্যে সেই নেক আমলসমূহের সঙ্গে জান্নাতে প্রবেশের অঙ্গিকার করিয়াছেন তাহা কি সকল নেক আমল নাকি কতিপয়। যদি সকল নেক আমল উদ্দেশ্য হয়, তবে তো উহা দুঃসাধ্য ও কঠিন। কারণ, খুব নগণ্য সংখ্যক লোকই সমগ্র নেক আমল করার সৌভাগ্য লাভ করিয়া থাকেন। আর যদি কিছু নেক আমল উদ্দেশ্য হয়, তবে উহাও তো অনির্দিষ্ট ও অজ্ঞাত। পরিশেষে কেবলমাত্র আল্লাহর ঐকান্তিক অনুগ্রহে এই কথা মনের মধ্যে উদয় হইয়াছে যে, সম্ভবত উল্লেখিত নেক আমল দ্বারা উদ্দেশ্য ইসলামের পঞ্চস্তম্ভ যাহার উপর ইসলামের ভিত্তি। আশা করা যায় যে, এই পাঁচটি রুকন যদি যথাযথ পালন করা যায় তবেই মুক্তি ও কল্যাণ নিশ্চিত হইয়া যাইবে। কারণ, এই পাঁচ রুকন অন্যতম নেক আমলও বটে, যাহা মন্দ ও গর্হিত কর্মসমূহ হইতে বিরত রাখে।।