এ পুস্তক রচিত হয়েছে আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে, যা একজন শিশু মনোবিজ্ঞানী হিসেবে আমি অনেক শিশু ও তাদের মাতাদের সঙ্গে কাজ করার মাধ্যমে অর্জন করেছি। এখানে বিবৃত অভিজ্ঞতা হচ্ছে মাতা-পিতাদের জন্য এক বাস্তবভিত্তিক দিক-নির্দেশনা। যদিও এটা কোনো পাণ্ডিত্যপূর্ণ উপস্থাপনা নয়, তবে পণ্ডিত ব্যক্তি ও শিক্ষাবিদ এ থেকে মূল্যবান ধারণা পেতে পারেন, যা তাঁদের অনেক উপকারে আসবে। আমার অভিপ্রায় ছিল মাতা-পিতাদের সে বিষয়ে সহায়তা করা যেখানে তাঁদের দৈনন্দিন কর্ম প্রচেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একজন শিশুকে প্রশিক্ষণ দেওয়ার মতো এক কষ্টসাধ্য কাজ। এ পুস্তক রচনাতে আমি ওইসব ধারণা একত্রিত করে উপস্থাপন করেছি যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাহা'ই লেখনী, বাইবেল, পবিত্র কুরআনের উদ্ধৃতি, দার্শনিক লক, রুশো, কান্ট এবং প্রকৃতি বিজ্ঞানী ডারউইন, সমাজ বিজ্ঞানী স্পেনসারের মূল্যবান রচনা সম্ভারের নির্যাস। এ ছাড়াও সমসাময়িক শিক্ষাবিদ ও শিশু মনোবিজ্ঞানীদের ধ্যানধারণাও এর মধ্যে প্রতিফলিত হয়েছে। আমি এখানে সব শিরোনাম তালিকাভুক্ত করিনি। অবশ্য আগ্রহী মাতা-পিতা যাঁরা রয়েছেন তাঁরা সহজলভ্য পুস্তকের দোকান অথবা সমৃদ্ধ গ্রন্থাগারে ওইসব সহায়ক তথ্যাবলি খুঁজে বের করতে পারবে।