লেখক মূলত বাস্তববাদী, কল্পনাপ্রেমী বা স্মৃতিকাতর। রূপকথার শোনা গল্পে বা স্মৃতির পাতা হতে নেওয়া কোনো ঘটনাপ্রবাহ তা সাহিত্যরসে ফুটিয়ে তোলেন আকর্ষণীয় এক মজার গল্প। ‘তারার খোঁজে মেঘ’ গল্পগ্রন্থটিতে বেশ কয়েকটি ভিন্ন স্বাদের অণুগল্পে সাজানো হয়েছে। এ গল্পগ্রন্থে স্থান পেয়েছে গ্রাম্য রূপকথার ভৌতিক কিচ্ছা-কাহিনিসহ স্মৃতির পাতা হতে নেওয়া অনেক বাস্তব ঘটনা, যা গল্পের আকারে সাহিত্যরসে সাজিয়ে লেখা হয়েছে। এই গল্পগ্রন্থে কল্পনার অপরূপ রঙের নিজস্ব সৃজনে অনুপম আঙ্গিকে প্রতিটি ঘটনা সৃজনশীলতায় ফুটিয়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছি। জীবনের বহুমাত্রিক কাল্পনিক উপলব্ধির অপরূপ রূপায়ণে প্রতিটি গল্প ফুটে উঠেছে সাবলীলভাবে। একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন স্বাদে গভীর ভাবের সমন্বয় সাধন করে হৃদয়স্পর্শী কথোপকথনে পাঠকের মনকে উদাস করে দেওয়ার সম্মোহনী ক্ষমতা প্রয়োগে চেষ্টা করেছি। শিশুতোষ ও সবধরনের পাঠকদের অভিরুচির প্রতি লক্ষ রেখে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, সততাসহ শিক্ষণীয় বিষয়বস্তুর সমন্বয় ঘটানো হয়েছে এ অণুগল্প গ্রন্থটিতে। ভিন্ন স্বাদের প্রতিটি অণুগল্প পাঠে পাঠক আত্মতৃপ্তিতে হারিয়ে যাবেন ঘটনার গভীরে। আশা করি প্রত্যেক পাঠকের এ গল্পের বইটি ভালো লাগবে এবং হৃদয়ে নাড়া দেবে।