বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও সরকার স্বীকৃত হাইআতুল উলয়া বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের তত্ত্বাবধানে এই খাতাটি প্রস্তুত করা হয়েছে। বাজারের প্রচলিত খাতাগুলোর বাংলা হস্তলিপির সাথে আমাদের খাতার হস্তলিপি পর্যবেক্ষণ করলে মান যাচাইয়ে দেখা যাবে আমাদেরটিই সেরা। কারণ, আমরাই প্রথম সরকারি বোর্ড বা মাদরাসা বোর্ড পরীক্ষকগণ যে লেখার মানদণ্ডে ফলাফল দিয়ে থাকেন সেই শৈল্পিক বাংলা হস্তলিপির লেখার আদলেই এই খাতাটি প্রস্তুত করা হয়েছে। খাতায় লেখার সময় অনেকের লাইনগুলো বাঁকা হয়ে যায়। এর সমাধানে অভ্যাস তৈরির জন্য দাগ টানা খাতা তৈরি করেছি, যাতে করে শিক্ষার্থীরা সহজেই অনুশীলন করতে পারে। হাতের লেখা সুন্দর হওয়া এটা আল্লাহ তাআ'লার অনেক বড় নেয়ামত। এই গুণ সাধারণত সবার থাকেনা। এই যোগ্যতা অর্জন করতে হলে ধৈর্য ও মনোযোগের সাথে হস্তলিপি অনুশীলন করতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিটি অক্ষর ধরে ধরে অনুশীলন করতে হবে। তবে শুরুতেই খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করা যাবে না। কিছুদিন অনুশীলনের পর ধীরে ধীরে লেখার গতি বাড়াতে হবে। মনে রাখবেন, খুব দ্রুত পরিবর্তন ঘটা জিনিস কখনো স্থায়ী হয় না। লেখা ভাল হলে পরীক্ষক খাতাখানা হাতে পাওয়া মাত্রই তার মনে পরীক্ষার্থী সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হয়ে যায়। হাতের লেখা সুন্দর হওয়ার ফলে দুর্বল বা মধ্যম পর্যায়ের শিক্ষার্থীদের মুমতায বা মেধাস্থান লাভ করার সম্ভাবনা তৈরি হয়ে যায়।