সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স.)-এর সীরাত গ্রন্থ পৃথিবীর বিভিন্ন ভাষায় রচিত হয়েছে। এগুলোর মধ্যে খুব কম গ্রন্থই এই আদর্শ মহামানবের সার্বিক বাস্তব চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে। অবশ্য কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির একমাত্র দিশারি হিসেবে আল্লাহর প্রেরিত আদর্শ মানবের সার্বিক গুণাবলি ও পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যের সবগুলো দিক সম্পূর্ণরূপে প্রকাশ করা প্রায়ই অসম্ভব। মানব জীবনে তাঁর জীবনাদর্শের বাস্তব অনুকরণীয় দিকগুলোর যথার্থ নমুনা প্রকাশ পেয়েছে এমন সীরাত গ্রন্থের সংখ্যা নিতান্তই বিরল। আল্লামা আজাদ সুবহানী রচিত ‘তাযকিরায়ে মুহাম্মাদী’ এদিক থেকে অনেকটা অগ্রসর। ‘বিপ্লবী নবী’ নামে এর বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুজিবুর রহমান। বইটি কেবল অতীতের কাহিনিই নয়, বরং তা বর্তমানের কর্মসূচি এবং ভবিষ্যতের প্রেরণাও বটে। কারণ, রাসূলের জীবনাদর্শ এমন এক নিরবচ্ছিন্ন আন্দোলন যা আজ পর্যন্ত যেমন অবসন্ন হয়ে পড়েনি, তেমনি তা অনাগত ভবিষ্যতেও থাকবে দেদীপ্যমান। বরং যতই দিন যাচ্ছে ততই তার গ্রহণযোগ্যতা, আবশ্যকতা ও অপরিহার্যতা বেড়ে চলছে। কেবল কি বেড়েই চলেছে? বরং তার ভবিষ্যত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর এমন এক পর্যায়ে যাচ্ছে যা বর্তমানে কল্পনার অনেক ঊর্ধ্বে।