বাংলাদেশের সরকার ও আমলাতন্ত্র সম্পর্কে যারা জানেন তারা খুব ভালো ভাবেই জানেন যে একজন মন্ত্রী বা সচিব এখানে কত ক্ষমতা রাখেন।এদের ইচ্ছা অনিচ্ছা বা অঙ্গুলি হেলনে চলতে হয় তাদের অধস্তনদের।এর ফলে সৃষ্ট অপরিসীম মানসিক চাপ বইতে হয় নবীন প্রবীন সবধরনের কর্মচারীদের। লেখক মুহম্মদ ইকবাল হোসেন তাঁর কর্মজীবনের বিড়ম্বনা, মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন সরকারি—বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই বইতে, অসাধারণ দক্ষতায়।দেশের গুরত্বপূর্ণ মানুষেরা পর্দার আড়ালে কী করেন তার অনেক কিছুর সাক্ষীও ছিলেন তিনি।কিন্তু তবুও কারও দিকে আঙুল না তুলে বরং তিনি ব্যক্তি, তাঁদের আচার আচারণ, সহমর্মীতা, স্বার্থপরতা ও সাহায্য সহযোগিতার অভিজ্ঞতার বিষয় গুলো দেখেছেন সিস্টেমিক পারস্পেক্টিভ থেকে। তথ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও অন্যান্য মন্ত্রণালয়ের গণসংযোগ ও তথ্য ব্যবস্থাপনার গুরুদায়িত্ব পালন করতে হত তাঁকে।সেসব অভিজ্ঞতা মুহম্মদ ইকবাল হোসেন এমন ভাবে বর্ণনা করেছেন যে বইটি প্রায় একনিশ্বাসে পড়ে ফেলা যায়। বইয়ের শিরোনাম পিআরও সাহেব দেখে বোঝা যায় এটা একটা নতুন ধরনের বই।বাংলাদেশে এই বিষয়েরও পর ইতোপূর্বে কোনো বই লেখা হয়েছে বলে আমাদের জানা নেই।আশা করি পাঠক বইটি উপভোগ করবেন।