সাপ্তাহিক ‘কিশোর বাংলা’র যুগ থেকেই লেখালেখি। লেখালেখি শুধু ছোটদের নিয়ে। ছড়া দিয়ে শুরু করলেও কথাসাহিত্যিক শহীদ আখন্দের প্রেরণায় গল্পের জগতে প্রবেশ। ইদানীং রূপকথার মৎস্যকন্যাদের নিয়ে মেতে আছেন। অনুবাদ করেছেন বিশ্বখ্যাত রূপকথাবিদ অস্কার ওয়াইল্ড-এর The Fisherman and His Soul। লিখেছেন ‘মাছমেয়েদের সমুদ্রযাত্রা’, ‘মেরী ও মৎস্যকন্যারা’, ‘কাজল বিলের গল্প’, ‘বাংলার মেলা বাংলার উৎসব’, ‘নদী ভালোবাসি’, ‘পাতার গোসল হবে’, ‘পাহাড় কেন চুপ’ ইত্যাদিসহ গোটা দশেক কিশোর কবিতা, ছড়া, গল্প ও উপন্যাস। প্রকাশ পেয়েছে : মুক্তিযুদ্ধের স্মৃতিগল্প ‘যতদূর মনে পড়ে’, ভূতের গল্প ‘শিকলদীঘির ভূত’, হাসির গল্প ‘ক্যাটস অ্যান্ড ডগস’ এবং ঐতিহাসিক গল্প ‘আমি এক বীরের পুত্র’। সংকলন ও সম্পাদনা করেছেন বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের চিরায়ত ধারার শিশুতোষ গল্পমালার তিনটি খণ্ড। বর্তমানে তিনি শেকস্পিয়রের নাটকগুলোকে ভাব অনুবাদের মাধ্যমে গল্পে রূপ দিচ্ছেন। জন্ম ১ জুন ১৯৬৯ সালে ঢাকার শান্তিবাগে। মা লাইলী বেগম ও বাবা শেখ আমিনুল হকের আদিনিবাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন রাজপাট গ্রামে। শৈশব-কৈশোর কেটেছে ঢাকার অলিগলিতে। বাবার কর্মস্থল বদলিসূত্রে তারুণ্য-যৌবন কাটে কুমার নদের শহর ফরিদপুরে। লেখাপড়া : ওই শহরেরই রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক, বাকিটা ঢাকা কলেজে। সেই থেকে জীবন-জীবিকা এবং আবাসন এখন এই ধুলোবালির শহরেই। যুক্ত আছেন একটি প্রকাশনা সংস্থার পুস্তক সম্পাদনার কাজে।