মোহিনী সংগীতা সিংহ একাধারে কবি, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মী। বেশ কয়েক বছর ধরে সে দৈনিক আজাদীসহ বিভিন্ন কাগজে লেখালেখি করছে। প্রবন্ধ, ভ্রমণ ও ফিচার- জাতীয় রচনা লিখলেও কবিতাই তার মূল চর্চিত মাধ্যম। বিষয়-বৈচিত্র্যে ও শব্দনৈপুণ্যে তার কবিতা অপূর্ব এবং গভীরতায় অসাধারণ চিত্রময়। কবিতার প্রতিটি পংক্তিতে মোহিনী সম্মোহনী কবিশক্তির পরিচয় দিয়েছে, যা পাঠকের মনে এক ধরনের আনন্দবোধ তৈরি করতে পারে। মোহিনীর কবিতার সৌন্দর্য এতোটাই অতলস্পর্শী যে, পাঠক কবিতাগুলো পাঠ করা মাত্রই পৌঁছে যেতে পারেন এক স্বপ্নিল ও রহস্যময় জগতে, যেখানে এক ঐতিহ্যমণ্ডিত শিল্পের প্রতিচ্ছবি ফুটে ওঠে। বলা যায়, মোহিনী সংগীতা সিংহ'র কবিতা সংগীতময় ও দৃশ্যময়। ভাষার বলিষ্ঠতা ও সুরের গতিময়তা তার দুর্বোধ্য ও জটিল ভাবনাকেও সুখপাঠ্য করে দেয়। কাব্যচর্চায় মোহিনী নতুন হলেও তার 'কাব্যভাষা ও স্বর' সমসাময়িক অন্য কবির চেয়ে আলাদা। তার কবিতায় প্রেম আছে, উষ্ণতা আছে, আছে জীবনের রসায়ন। সবচেয়ে উল্লেখ করার বিষয়, তার সামাজিক দায়বদ্ধতা আছে, আছে যুগযন্ত্রণার অস্ফুট অনুভব। সব মিলিয়ে তার "এক রত্তি আলোক" পাঠকের চোখ, কান, কৌতূহল ও কল্পনার উৎসুকতাকে তৃপ্ত করবে নিঃসন্দেহে।