প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের সকল সৃষ্টির মাঝে ‘আশরাফুল মখলুকাত’ হলো মানুষ। মানুষ জ্ঞান-বিবেক-বুদ্ধি সম্পন্ন প্রাণী। সভ্যতার ইতিহাসে মানুষের ভূমিকাই প্রধান। কোটিকোটি বছর পেরিয়ে মানুষ আজ আধুনিক সভ্যতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। আজকের এই সময়ে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্যের প্রভাব-প্রচার-প্রসার সর্বত্র লক্ষণীয়। মানুষ সাধারণত দুভাবে জ্ঞান অর্জন করে। ১.জীবন চলার নানা পথ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা। ২. বই পড়ে জ্ঞানার্জন। আমি এক বইপাগল মানুষ। ছোটোবেলা স্কুলের পাঠ্যবইয়ে মনোনিবেশ তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্নাতকে অধ্যায়নের সময় পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন কবি-সাহিত্যিকের লেখা গল্প,কবিতা, উপন্যাসের প্রতি আমার দুর্বলতা ছিল অন্যরকম। বিশেষ করে কবিতার প্রতি। কর্মময় সময়ের ঘূর্ণনে ব্যাস্ত পথের বাঁকে তেমন করে ফেরা হয়নি কবিতার কাছে। ইদানীংকালে টুকরো টুকরো অবসরে বিন্দু-বিন্দু মিতালিতে একটুখানি বন্ধুত্ব করছি কবিতার সাথে। টেকনোলজির ছোঁয়ায় ফেসবুকে পোস্ট করা কিছু লেখা আর প্রিয় কিছু মানুষের ভালোবাসাময় অনুপ্রেরণায় কবিতায় বিচরণ যথারীতি চলমান। ভুলেই গেছি আরেকটি বিষয়! সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলে আমার জন্ম ও বসতভিটা। আমি যমুনা পাড়ের মানুষ। নদী-ঢেউ, মাঝিমাল্লা যমুনার জলে রুপালি চাঁদের বাস, পাখির কলতান, ভাঙা-গড়ার এপার-ওপার আমার শৈশব থেকে আজোবধি মিশে আছে মনঃপ্রাণ ও শরীরে।