সৌন্দর্যের প্রতি আকর্ষণ মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সুন্দর কথা, সুন্দর চেহারা, সুন্দর লেখার মাধ্যমে মানুষ নিজেকে অন্যের নিকট আকর্ষণীয় করে তোলে। সুন্দর হাতের লেখা প্রতিটি শিক্ষার্থীর একটি কাঙ্খিত বিষয় এবং এটি একটি শিল্পও বটে। পাশাপাশি সুন্দর হাতের লেখা একজন শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনের পথকে মসৃণ করে। একটি সুন্দর লেখা প্রথম দর্শনেই পরীক্ষকের দৃষ্টিকে আকৃষ্ট করে, নম্বর প্রদানে তাকে দারণভাবে প্রভাবিত করে। হাতের লেখা সুন্দর না হওয়ায় অনেক ভালো শিক্ষার্থী অনেক ক্ষেত্রে কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। অপরদিকে, কম মেধাসম্পন্ন হওয়ার পরও অনেক শিক্ষার্থী সুন্দর হাতের লেখার কারণে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়। হাতের লেখা সুন্দর করার তীব্র আকাঙ্খা থাকা সত্তেও অনেক সময় সহজও কার্যকরী অনুশীলন পদ্ধতির অভাবে সে আকাঙ্খা অপূর্ণ থেকে যায়। আর তাই হাতের লেখা সুন্দর করতে ইচ্ছুক শিক্ষার্থীদের লেখা সুন্দর করতে কার্যকরী সহায়তা প্রদানের জন্য “সুন্দর হাতের লেখার সহজ অনুশীলন” নামে আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই বিষয়ে বাজারে অসংখ্য বই থাকার পরও ব্যতিক্রম পদ্ধতি ও ব্যাপক অনুশীলন নির্ভর হওয়ায় বইটি শিক্ষার্থীদের লেখার সুন্দরে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ।