পরম করুণাময় মহান আল্লাহ্ তায়ালার অপার কৃপায় আমার তৃতীয় কাব্যগ্রন্থ বিবর্ণ বসন্ত প্রকাশিত হলো। গ্রন্থটি প্রকাশে অনন্য প্রতিভার অধিকারী সকল পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী আমার প্রাণপ্রিয় চার জন মেধাবী সন্তান ও তাদের মায়ের অবদান সর্বাধিক। গ্রন্থটি সম্পাদনার কাজে তাদের দক্ষতা ও আন্তরিকতাপূর্ণ মূল্যবান অবদান অনস্বীকার্য। অনেক লেখা তাদের মূল্যবান পরামর্শে গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত হতে সাহায্য করেছে। গ্রন্থে প্রকাশের জন্য মনোনীত কবিতাগুলি দ্বিতীয় কাব্যগ্রন্থে স্থান পাওয়া কবিতাগুলির পরবর্তি পর্যায়ে রচিত সনেট (চতুর্দশপদী) কবিতার সমন্নয়। বাকী আরও কিছু সনেট কবিতার সমন্নয়ে পরবর্তিতে আরও একটি কাব্য গ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমেরিকায় বসবাস করে বাংলাদেশ থেকে গ্রন্থ প্রকাশের সিদ্ধান্তে স্বল্প সময় ও সার্বক্ষণিক যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে হয়ত কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। পরবর্তি সংস্করণে যা আরো উন্নত, মার্জিত, সুষম ও পূর্ণাঙ্গ করার চেষ্টা করা হবে। গ্রন্থটিতে মোট ৫২টি কবিতা সংযোজন করা হয়েছে। গ্রন্থটি প্রকাশে আলোচনা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে যারা আমার আগ্রহকে সদা জাগ্রত রেখেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গ্রন্থটি প্রকাশ উপলক্ষ্যে তাঁদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।