আমাদের প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন ইতিহাসের সেরা মানুষ। তিনি ছিলেন শিশুদের জন্য স্নেহময়। ছোটরা তাকে দেখে আনন্দিত হতো। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোটদের সাথে খেলাও করতেন। বাচ্চাদেরকে কোলে নিয়ে আনন্দ করতেন। ছোটদের সাথে আনন্দ নিয়ে ছোটাছুটি করতেন, দৌড়াতেন। আমরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে ভালোবাসবো। তাঁর প্রিয় পাত্র হবার চেষ্টা করবো। আমাদের ঈমান তাহলে পরিপূর্ণ হবে। তাহলে আমাদেরকে শুরুতেই প্রিয় নবিকে জানতে হবে। তাঁর সম্পর্কে জানাশোনা থাকতে হবে। তাঁর জীবনি আমাদের পড়ার তালিকায় থাকতে হবে। প্রিয় নবির গল্পগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। গল্পের ভাষায় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পরিচিত করাতে আমাদের আয়োজন ‘প্রিয় নবির গল্প শুনি’ বইটি। এই বইতে ১০০ টি গল্পের মধ্যমে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চেনানোর চেষ্টা করা হয়েছে। গল্পের মাধ্যমে, সুন্দর ঝকঝকে ছাপায় বইটি পড়তে শিশুরা আনন্দবোধ করবে। আমরা আশা করছি এই বইটি পড়ার মাধ্যমে আমাদের ছোট্ট সোনামণিরা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজেদের আদর্শ হিসেবে নিবে ইনশা আল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন। আমীন।