ফ্ল্যাপ- দোষ-গুণ মিলিয়েই আদম সন্তান। কথায় আছে মানুষ মাত্রই ভুল। যার অর্থ হলো মানুষ না চাইতেও কিছু না কিছু খারাপ কাজ তার দ্বারা হয় ই। তবে যে প্রকৃত মুমিন ব্যক্তি তিনি জানা-অজানায় কোন ভুল করলেও সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট সেই ব্যক্তি প্রিয় যে ভুল বশত কোন পাপ কাজ করলেও পরবর্তীতে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের অধিকাংশই এতটা ধোঁকার মধ্যে আছি যে, কোনটা ভুল, অন্যায়, অসামাজিকতা, কোনটা অশ্লীলতা কিংবা কোনটা ইসলামবিরোধী অপসংস্কৃতি তা বুঝতেই পারছি না। কেউ দু-এক লাইন বুঝলেও মেনে চলি না কিংবা যুগের জোয়ারে ভাসতে গিয়ে মানতে পারছি না। সেই সকল ঘুমন্ত মানুষের টনক নড়িয়ে পাপ ক্যান্সারে আক্রান্ত বিবেক কে জাগ্রত করার মতো অসাধারণ কিছু আত্ম-উন্নয়নমূলক গল্প নিয়ে রচিত "মুক্তি" বইটি। অজানা ভুলগুলো বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়ে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিজের কলুষিত হৃদয়কে অসীম আধার থেকে মুক্তি দিতে আপনাদের সহযোগিতা করবে "মুক্তি" বইটির অসাধারণ কিছু বিশ্লেষণধর্মী লেখা। কেয়ামত দিবসে এই বইয়ের উছিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তম জাযা দান করেন। মুক্তি বইটি প্রত্যেক পাঠককে অন্ধকার বন্দি জীবন থেকে মুক্তির দিশা প্রদর্শন করুক এই দোয়া করি।