কবি, লেখক, সঙ্গীাতশিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অনীশ বড়ুয়া স্বাধীনতাত্তোর বাংলাদেশের চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) বার্ষিকী সম্পাদক ও ক্যাম্পাসে সকলের প্রিয় ভাজন ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময়ের পূর্বে ও পরে ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা ও মানব জীবনের বৈচিত্রতা নিয়ে উপন্যাস “পাযল” গ্রন্থটি রচিত। “পাযল” খেলায় যেমন বিভিন্ন অংশগুলো মিলাতে গিয়ে সহজে মিলানো যায় না। “পাযল” উপন্যাসটিও ঠিক যেন তাই। গ্রাম থেকে আসা শহুরে কর্মজীবনে এক তরুণ যুবকের দেখা এবং নিজের সম্পৃক্ততা ঠিক যেন “পাযল” এরই অংশ বিশেষ। সহজে সব কিছু মিলানো যায় না। স্নেহ-মমতা, চাওয়া পাওয়া, প্রেম-ভালোবাসা এবং মানব জীবনের নানা ব্যকুলতা চমৎকার ভাবে উপন্যাসটিতে লিপিবদ্ধ করেছেন লেখক। গ্রহন্থটিতে ভাষা, রচনা শৈলী এবং বণনায় লেখক ষোল আনা মুন্সিয়ানা দেখিয়েছেন। পুরো বইটিতে মোহবিষ্ট করে রেখেছিল লেখক। এক নাগাড়ে পড়ার মত এ বইটিতে ঘটনার শেষ দেখতে পাঠককে অবশ্যই শেষ পৃষ্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকা ও চট্টগ্রামের একুশে বইমেলা ২০২৪, বইটি প্রচুর পাঠকপ্রিয়তা পেয়েছে। বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু কালধারা প্রকাশনী