"রূহ" অনুবাদকের কথা আত্মা কি? এটা কোত্থেকে আসে এবং কোথায় যায়? এ কোন ‘অচিন পাখী’, যার আগমনে মানবদেহ স্পন্দিত হয়- আর সে উড়ে গেছে জীবনের ঝরণাধারা শুকিয়ে যায় একেবারে, আর আনবিক বোমার আবিস্কর্তা ও চন্দ্রপৃষ্টে ভ্রমণকারী মানুষও তখন পরিণত হয়ে যায় মাটির পুতলে? আত্মা কোন্ আমলের দ্বারা পূত-পবিত্র হয় এবং কিসের দ্বারা হয় সে কলুষিত? এ হচ্ছে মানুষের কৌতুহলী মনের এক বিরাট প্রশ্ন।
প্রখ্যাত মুসলিম মনীষী, মহান ইমাম ও দার্শনিক আল্লামা ইবনুল কায়্যিম (রহঃ) (জন্ম-৬৯১, মৃত্যু-৭৫১ হিঃ) কোরআন ও হাদীসের আলোকে আত্মা সংক্রান্ত এ ধরনের বিশটি প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁর অমর গ্রন্থ কিতাবুর রূহে। তথ্যসমৃদ্ধ এ কিতাবটির অনুবাদ বাংলা ভাষাভাষী পাঠকদের খেদমতে পেশ করা হল।
এমন সুকঠিন বিষয়ের একটি কিতাব বাংলায় ভাষান্তর করা খুব সহজ ব্যাপার ছিল না। তবে একমাত্র আল্লাহ্ তা’আলার বিশেষ অনুগ্রহে তা সম্ভব হয়েছে। বন্ধু মহল থেকে যিনি আমাকে একাজে বিশেষভাবে সাহায্য করেছেন, তিনি হলেন ঢাকার মীরপুরস্থ মাদ্রাসায়ে দারুস সালামের মুহাদ্দিস মাওলানা শফীকুল ইসলাম বি, এ।