প্রেসিডেন্ট ডিওডোন ডেডিনের মেয়ে সারা সোনিয়ায় জেরার মুখে পড়ল আহমদ মুসা। কেন তিনি শুধু মুসলমানদের স্বার্থে কাজ করেন? আহমদ মুসা বলল, 'বিশ্বের মুসলমানদের পাশে আমাকে বেশি দেখা যাবার কারণ, গোটা দুনিয়ায় মুসলমানরাই আজ বেশি নির্যাতিত। মুসলমানরা আজ দুনিয়ায় শতরকম নির্যাতনের শিকার। এমনকি জাতিসংঘ তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করে। পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের সশস্ত্র খ্রিস্টান মুক্তিকামীদের বলা হয় স্বাধীনতা যোদ্ধা, কিন্তু ফিলিস্তিন ও কাশ্মীরের মুক্তিকামীরা সন্ত্রাসী। বিশ্বে আজ মুসলমানরা অসহায় মজলুম। তাই তাদের পাশে আমাকে বেশি দেখা যাবারই কথা। কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার সাধ্য ও সুযোগ অনুসারে আমি অমুসলিমদের জন্যে যা করেছি এবং মুসলিমদের জন্যে যা করেছি তার একটার চেয়ে অন্যটা খুব কম কিছু নয়। আসল কথা হলো, আমি মানুষের পরিচয়ের চেয়ে কে জালেম আর কে মজলুম- এটাই বড় করে দেখেছি। আমার ধর্মের এটাই শিক্ষা।'..... আহমদ মুসার পরশে লোহাও যে খাঁটি সোনায় পরিণত হয় তা আবার প্রমাণিত হলো... আহমদ মুসাকে নিষ্ক্রিয় রেখে মাত্র কয়েকজন সন্ত্রাসী রুখে দিল অন্য আরেক দল ভয়ঙ্কর সন্ত্রাসীকে। ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল আহমদ মুসাসহ ইদি আসুমানি মোহাম্মদের গোটা পরিবার। কিন্তু কেন, কীভাবে?... এ ধরনের অসংখ্য ঘটনা প্রবাহ সামনে নিয়ে হাজির হলো 'শাস্তির দ্বীপে সংঘাত’।
দেশের অন্যতম জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘সাইমুম সিরিজ’ হলো লেখক আবুল আসাদ এর বই। এই একটি বাক্যই যথেষ্ট প্রখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিক, কলামিস্ট এবং সাহিত্যিক আবুল আসাদকে পরিচিত করিয়ে দেবার জন্য। গুণী এই লেখক ও সাংবাদিক ১৯৪২ সালের ৫ই আগস্ট রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এ. কে. ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। সে সূত্রে পারিবারিকভাবেই তিনি ইসলামিক শিক্ষা লাভ করেন। মেধাবী ছাত্র আবুল আসাদ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে এম.এ পাস করেন। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি হয় তার। রাজশাহীর একাধিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ১৯৭০ সালে দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। ১৯৮১ সালে তিনি সংগ্রামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, যে পদে তিনি আজও কর্মরত আছেন। আবুল আসাদ এর বই সমগ্র পাঠকদের কেবল আনন্দই দেয় না, বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনও করে। বিশেষ করে সাইমুম সিরিজের প্রকাশিত ৬১টি বই কেবল থ্রিলারই নয়, এগুলো ইসলামিক ইতিহাস, ভূগোল আর সংস্কৃতির পাঠও। সাইমুম সিরিজ ছাড়াও আবুল আসাদ এর বই সমূহ এর মাঝে আছে ‘কাল পঁচিশের আগে ও পরে’, ‘আমরা সেই সে জাতি’ (৩ খণ্ড) ‘সময়ের সাক্ষী’ এবং প্রবন্ধ সংকলন ‘একুশ শতকের এজেন্ডা’। গুণী এ লেখক তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একাধিকবার গ্রেফতার হয়েছেন।