"দাম্পত্য জীবনে ইসলামী রীতিনীতি" অনুবাদকের কথা হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) ছিলেন বিগত শতাব্দীর মুজাদ্দিদ ও মহান যুগ সংস্কারক। হাকীমুল উম্মত হিসেবে আল্লাহ আ’আলা তাঁকে উম্মতের নাড়ীনক্ষত্র বুঝার ও তাদের রোগ নিরূপণ এবং এর যথাযথ প্রতিকার-ব্যবস্থার যোগ্যতাও দিয়েছিলেন। তিনি উম্মতের সঠিক পথ নির্দেশের জন্যে প্রায় এক হাজার অমূল্য গ্রন্থ ও পুস্তিকা রচনা করে গিয়েছেন, যেগুলো মুসলিম উম্মাহ্র হাতে এক অমূল্য সম্পদ হয়ে আছে।
হাকীমুল উম্মত (রহঃ) তাঁর অমূল্য গ্রন্থসমূহে আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের -বিশেষ করে দাম্পত্য জীবনের বিভিন্ন জটিল সমস্যার এরূপ চুলচেরা বিশ্লেষণ ও তার যথোপযোগী সমাধান ও প্রতিকার পেশ করেছেন, যা কেবল তাঁর পক্ষেই সম্ভব ছিল।
আল্লাহ্ তা’আলা জাযায়ে খায়ের দিন হযরত মাওলানা মুফতী যায়েদ মাযাহেরী নদভীকে যিনি হাকীমুল উম্মত (রহঃ) এর বিভিন্ন গ্রন্থ, পুস্তিকা, বক্তব্য ও বাণী থেকে আমাদের দাম্পত্য ও পারিবারিক জীবনের জটিল সমস্যাসমূহের সমাধানকল্পে ‘হুকূকে মু’আশারাত’ নামে একটি মূল্যবান পুস্তিকা সংকলন করেছেন।
বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘এমদাদিয়া লাইব্রেরী’ এই মূল্যবান পুস্তিকাটির বাংলা অনুবাদ প্রকাশ করে জাতির বিরাট খেদমত করছে বলে আমার বিশ্বাস। কেননা, এটা ছিল সময়ের এক বিরাট দাবী। আমার মত অধমকে অনুবাদের সুযোগ দেয়ায় এমদাদিয়া কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ্ তা’আলা আমাদের সকলের নেক প্রচেষ্টা কবূল করুন। আমীন বিনীত মুজীবুর রহমান