একটি গাছ কত দিন সোজা থাকবে তা নির্ভর করে তার শিকড়ের মাটি কত টুকু শক্ত, একটি দালান কত দিন টিকবে তা নির্ভর করে তার ভিত্তি (ভিত) কত মজবুত। অর্থাৎ গাছ, দালান এগুলোর আয়ু নির্ভর করে তার বেসিক বা ভিত্তির উপর। ঠিক তেমনি একজন শিক্ষার্থী কোন বিষয়ে কত ভালো দক্ষ হবে তা নির্ভর করে সে ওই বিষয়ের স্ট্রং বেসিক ধারণার অধিকারী কিনা! দীর্ঘ দিন শিক্ষকতার অভিজ্ঞতায় বুঝেছি যে উপরের ক্লাস বা মাধ্যমিক পর্যায়ে যারা গণিত কম বুঝে তাদের বেসিক খুবই দূর্বল। এদের দুর্বলতার কারণ গণিতের বেসিককে বা মূল টপিক কে অবহেলা করা, তুচ্ছ মনে করা, না বুঝে মুখস্থ করা। আপনার যদি গণিতের স্ট্রং বেসিক থাকে তাহলে বইটি আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু যে একটু দূর্বল তার জন্য আশার আলো বয়ে নিয়ে আসবে বলে প্রত্যাশা করি। বইটিতে অপরিহার্য এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং অপ্রাসঙ্গিকতা পরিহার করা হয়েছে। ছোট থেকে বড় সবার জন্য উপযোগী একটা বই হতে পারে। মনোযোগ দিয়ে এক দু-বার পড়লেই ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে। আর একবার আয়ত্ত করতে পারলে শিক্ষার্থী দের কাছে অনেক কঠিন সমস্যাও খুব সহজ মনে হবে।ক্লাস শেষে অবসর সময় একটু একটু করে বইটি লিখেছি। কোনো ভুল বা অসঙ্গতি মনে হলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন।