আমাদের সাহিত্যের দিকে তাকালে দেখা যাচ্ছে কবিতার পাঠক দিন দিন দূরে শরে যাচ্ছে। তাই অনেকেই কবিতার বই প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করছে না কিন্তু কবিতা ছড়িয়ে দিতে হবে পাঠকদের মাঝে। সেই ইচ্ছা থেকে টইটই প্রকাশন একাধিক লেখকদের লেখা নিয়ে বই প্রকাশের উদ্দ্যোগ নিয়েছে। অনেকেই একটি, দুইটি কবিতা নিয়ে বই প্রকাশ করে কিন্তু আমার কাছে মনে হলো এটা একজন লেখকের প্রতিভা চেনার জন্য যথেষ্ট নয় এই কারণে অনেকগুলো কবিতা এক সাথে নিয়ে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অনেকগুলো কবিতা এক সাথে পেয়ে গেলাম এমনকি অনেকগুলো লেখক এক সাথে করতে পারলাম। তাতে এটা হলো কবির লেখার সাথে আমরা পরিচয় হলাম। আমরা যদি লেখক এবং তাদের লেখা পাঠকদের সামনে পরিচয় করিয়ে না দিতে পারি তাহলে আমাদের কবিতার ভবিষ্যৎ অন্ধকার। সেই দিক লক্ষ্য রেখে আমাদের এই উদ্যোগ। আমরা চাই কবিতা ছড়িয়ে পড়–ুক পাঠকদের মাঝে। কবিতা পাঠকদের মনের মাঝে দোলা দিয়ে যায় এমনকি নতুন নতুন শব্দে সাথে পরিচয় করিয়ে দেয়। তাই আমাদের কবিতা পড়ার দরকার। আমরা ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারি না। অনেক ভুল করি কেনো না আমরা পড়ি না। তাই আমাদের মায়ের ভাষার কাছে ফিরে আসতে হবে। রক্তের দামে কেনা এই ভাষা। তাই আসুন আমরা আমাদের মায়ের ভাষার প্রতি সম্মান দিয়ে সঠিক ভাবে বলতে শিখি।