"জীববিজ্ঞান-২য় পত্র : প্রাণিবিজ্ঞান (একাদশ-দ্বাদশ শ্রেণি)"বইটির ভূমিকা: সময়ের চাহিদা পূরণ করে যুগােপােযােগি শিক্ষার আলােকে উদ্ভাসিত হতে চাওয়ার দাবী পৃথিবীর প্রত্যেক জাতির। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও এদুটি বিষয় পূরণ করে দ্রুত এগিয়ে যাওয়ার তাগিদ প্রকাশ করেছে। তার ফলশ্রুতিতে গত বছর মাধ্যমিক শ্রেণিতে চালু করা হয়েছে আকর্ষণীয় ও মনােগ্রাহী রঙিন ছবিতে ভরপুর কিছু পাঠ্যবই। অন্তত জীববিজ্ঞান বিষয়ে, বিশেষ করে প্রাণিবিদ্যা অংশ শিক্ষার্থীদের মনােজগতে দ্রুত গ্রহণ ও আত্মস্থ করার ক্ষেত্রে রঙিন চিত্র সম্বলিত গ্রন্থের কোনাে তুলনা হতে পারেনা। রঙিন চিত্র থাকায় পাঠ্যবিষয় বুঝতে সুবিধা হওয়ায় বিদেশি বইগুলাে এদেশে অনেক জনপ্রিয়। আমরাও সীমিত পরিসরে প্রথম রঙিন চিত্র সম্বলিত বই প্রকাশ করেছি ১৯৮০ সাল থেকে। সম্প্রতি বাংলাদেশ সরকার ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তকে রঙিন চিত্র সংযােজন করে পাঠদানের বিরকে কয়েক ধাপ উঁচুতে উন্নীত করেছে, শিক্ষার মান বাড়াতে সচেষ্ট হয়েছে, সর্বোপরি শিক্ষক-শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। অতএব, উচ্চ মাধ্যমিক শ্রেণিতেও পাঠ দানের ধারাবাহিকতা রক্ষায় সরকারী শুভ উদ্যোগের পাশাপাশি আমরাও বর্তমান জীববিজ্ঞান (দ্বিতীয় পত্র) বইটি সম্পূর্ণ চার রঙে মুদ্রণের উদ্যোগ নিয়েছি। এবার আর সীমিত পরিসরে নয় বরং আগা-গােড়া সম্পূর্ণ বইটি চার রঙের ছবিতে প্রস্ফুটিত করার চেষ্টা করেছি।
গাজী আজমল বি.এসসি.(ডিস্টিংশনসহ ফার্স্ট ক্লাশ ফার্স্ট. জীব) এম. এসসি. (ঢা. বি.) জীববিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক, নটর ডেম কলেজ (সেরা শিক্ষক পুরস্কার-২০১০), ঢাকা প্রাক্তন মডারেটর, ব্লু এ্যান্ড গোল্ড (১৯৮৭ থেকে ২০১০) এবং ছাত্র পরিচালক, নটর ডেম কলেজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্বাচিত লেখক (১৯৯৮) জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবহারিক ীববিজ্ঞান বইয়ের লেখক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জীববিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচী প্রণয়ন কমিটির সদস্য (প্রাক্তন) প্রাক্তন গেস্ট টিচার, জীববিজ্ঞান বিভাগ ভিকারুননিসা নূন কলেজ এবং মতিঝিল আইডিয়াল কলেজ, ঢাকা ভূতপূর্ব প্রভাষক, নেত্রকোণা সরকারি কলেজ এবং আদমজী ক্যান্ট কলেজ, ঢাকা প্রাক্তন কমান্ডিং অফিসার, ঢাকা ফ্লোটিলা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর