"বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা : ফ্যাক্টস অ্যান্ড উইটনেস" বইয়ের ফ্ল্যাপের লেখা: বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এ অর্জনের জন্য জাতিকে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিতে হয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব, স্বাধীনতার ঘােষণা নিয়ে নানা প্রশ্ন। তৈরি করেছে স্বার্থান্বেষী মহল। কার আহবানে এই স্বাধীনতাযুদ্ধ শুরু হয়, কে স্বাধীনতার ঘােষণা দিয়েছিলেন, এমনতর বিতর্ক চলছে। প্রায় চার দশক থেকে। স্বাধীনতা দিবস যেমন একটি দেশের বার্থ ডে’ বা জন্মদিবস, তেমনিভাবে স্বাধীনতা ঘােষণা হচ্ছে দেশের জন্মদলিল। এ-দলিল নিয়ে কোনােরূপ বিভ্রান্তি, বিতর্ক ও সন্দেহ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ-বিষয়ে ধুম্রজাল সৃষ্টি করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াস লক্ষণীয়। বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা কখন কীভাবে ও কার মাধ্যমে হয়, এ-সম্পর্কে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করা হলে আমাদের অস্তিত্ব নিয়ে টান দেয়া হয়। বাংলাদেশের জন্ম ও জন্মের ইতিহাস সম্পর্কে সকল সচেতন ব্যক্তির সম্যক ও সঠিক জ্ঞান থাকা প্রয়ােজন। এ-গ্রন্থে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দীর্ঘদিনের প্রস্তুতি, পরিকল্পনা ও স্বাধীনতা ঘােষণা সম্পর্কিত বিভিন্ন বর্ণনা, সাক্ষ্য, তথ্য, সাক্ষাৎকার, বক্তব্য-বিবৃতি উপস্থাপন করা হয়েছে। লেখকের সত্যনিষ্ট গবেষণায় স্বাধীনতার ঘােষণার প্রকৃত ইতিহাস ওঠে এসেছে এ গ্রন্থে।
Title
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা : ফ্যাক্টস অ্যান্ড উইটনেস
আ. ফ. ম. সাঈদ ১৯৭৪ সাল থেকে লেখালেখি এবং ১৯৮০ সালে সাংবাদিকতা শুরু করেন। ১৯৫৭ সালের পয়লা সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রামে জন্ম। তার পিতা বিশিষ্ট ধর্মবেত্তা, আলেমদের উস্তাদ, বিশ্বনাথের চককাশিমপুর তাওয়াক্কলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা-মুহতামিম মাওলানা আবদুল গনি (রহ.) ‘মিরেরচরি হুজুর” নামে সমধিক পরিচিত ছিলেন। কওমি মাদ্রাসার আলিয়া দুওম (উচ্চমাধ্যমিক সমমান) পর্যন্ত লেখাপড়া করে আ. ফ. ম. সাঈদ পেশা হিসেবে গ্রহণ করেন সাংবাদিকতা। নানা বিষয়ে তার অনুসন্ধানমূলক বিভিন্ন প্রতিবেদন ঝড় তােলে। তথ্যভিত্তিক ও গবেষণামূলক লেকক হিসেবেও তার খ্যাতি রয়েছে। সাংবাদিকতার কারণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনকালে শতদিন কারাবাস করেছেন। কারাবন্দি থাকাকালে তার মা আজিজুন্নেসার ইন্তেকাল হয়। ঢাকা ও সিলেটের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন নানা দায়িত্বে। বর্তমানেও সাংবাদিকতায় সক্রিয় আছেন। বিভিন্ন বিষয়ে আ. ফ. ম. সাঈদের তথ্যমূলক ও বিশ্লেষণধর্মী অজস্র নিবন্ধ দেশ-বিদেশের নানা পত্রিকায় প্রকাশিত হয়েছে। একাধিক দেশ ভ্রমণ করেছেন। ইতঃপূর্বে তার ৯ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এক মেয়ে ও এক ছেলের জনক।