মানুষের জীবনটা এককথায় বলতে গেলে অনিশ্চিত। বেঁচে থাকার জন্য বহুমাত্রিক, বহুতান্ত্রিক, এবং বহুরূপী জীবনে প্রতিটি মানুষেরই রয়েছে নিজস্ব স্বতন্ত্র এবং বৈশিষ্ট্য। সত্য ও সুন্দরের প্রত্যয়দীপ্ত লেখক কাজী হারুন প্রাত্যহিক জীবনের বাস্তবতার নিরিখে নিজের নান্দনিক সৃষ্টি শৈলীকে উপস্থাপন করেছেন এক অনুপম অনুসন্ধিতসু চিত্রকল্পের মাধ্যমে। জীবন গল্পের চলমান বাস্তবতাকে নিয়ে ভাবনার ক্যানভাসে গদ্য কিংবা পদ্যে রূপান্তরিত করার কারিগর তার প্রতিটি লেখায় দিয়েছেন অসাধারণ আবেগতাড়িত নৈপুণ্যশৈলী। প্রতিটি মানুষের সম অধিকারে বিশ্বাসী স্বাধীন, সাহসী, স্বপ্নচারী, সৎ ও কর্তব্যপায়ন মানুষটি শিশুবৎ সারল্যে উপস্থাপন করেছেন সমাজ ও মানবিকতার নিরিখে তার চিন্তাশক্তি। সমাজ, সংস্কৃতি, সম্প্রীতি, সৌহার্দ, ধর্ম ও মানবিকতা, স্রষ্টা, সৃষ্টি, মানুষ, জীবন, মৃত্য, হতাশা কিংবা অনুভূতিকে ছুঁয়ে যেতে পারে এমন কি নেই এই কাব্যের বইতে! এ বইয়ের প্রতিটি কবিতা ভিন্ন ভিন্ন আঙ্গিকে সময় ও সচেতনতার নিরিখে সত্যাশ্রিত ইতিহাসের আলোকে জন্ম নেয়া। সত্য ও সৌন্দর্যের একনিষ্ঠ চিন্তাশীল কবি ও প্রাবন্ধিক, সহজ ও প্রাঞ্জল ভাষায় সত্য, সুন্দর ও মানবিকতা নিয়ে উপসংহারে গেছেন তাঁর প্রতিটি সৃষ্টিশৈলীতে। ‘দুই দুয়ারী’ নামটি কবি’র এই বইয়ের একটি কবিতার নামানুসারে গৃহীত। এছাড়া কবি’র প্রথম কবিতার বই ‘চতুর মুনশী’ এবং প্রবন্ধের বই ‘আপন আলোর বৃত্ত’ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং পাঠকের হৃদয় জয় করে নিতে সক্ষম হয়েছে। চিন্তাশীল মানবিক কবি ও প্রাবন্ধিক কাজী হারুনুর রশীদের লেখালেখির এই প্রচেষ্টার মাধ্যমে কবি যদি আপনার মানবিকতার দিগন্তকে একটুও ছুঁয়ে যেতে পারে তবেইতো তাঁর সার্থকতা।