কাব্যকাহন- পথিক, পাখি ও অন্যান্য কবিতার বইটির নাম বলে দেয় কবি আনিসা আনোয়ার একজন প্রকৃতি প্রেমী।রঙ ভালোবাসেন তাই বাহারী রঙে সাজিয়েছেন নিজের ঘর ও বাহির। তার কবিতায় রঙের ছড়াছড়ি। প্রথম কবিতার বইয়ের জন্য কবি মন বড় উন্মনা থাকে!সন্তানের আগমনের মতই! আনিসা ছন্দ কবিতায় স্বাচ্ছন্দ্য বোধ করেন।”দেশান্তরি স্মরণ গাঁথা”য় তিনি বলেছেন,’সোঁদা গন্ধে ও শিশির ঘাসে, যেমনি ছিলাম তেমনি আছি,শীত গ্রীষ্মে কাছাকাছি”।কবি আনিসা কবিতায় ভীষণ মুখর! শব্দরা বৃষ্টির মত ঝরঝর করে ঝরেছে তার কবিতায়। দুরত্ব কোন বাঁধা হয়নি। দেশে,বিদেশে প্রকৃতি সবখানেই সমান ভাবে আনিসাকে প্রভাবিত করেছে।তার কবিতার নামগুলো হৃদয় ছুঁয়ে যায়।আমার পাখি, ঝরাপাতা,ছোটবেলার মা,হৃদয় তল, ম্যাগনোলিয়ার বসন্তে,কামিনী ও কৃষ্ণচূড়া ইত্যাদি।”অভিমানী ডলফিন” কবিতায় এক অন্যরকম আনিসা কে পাই! ভালোবাসায় মূহ্যমান এক কবি স্বত্বা ডলফিনের মত অভিমানী হয়েছে প্রতীক্ষার ক্লান্তিতে। প্রথম কবিতার বই হলেও পাঠক কবি আনিসার কবিতাকে বৃষ্টির ছন্দের মতই মনে রাখবে বলে আমি মনে করি। শুভ হোক সবকিছু। অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় আনিসা।প্রথম সবকিছুই অন্যরকম। প্রথম ভালোবাসার মতই এই কবিতার বইয়ের কবিতার অনুরণন চলুক পাঠক হৃদয়ে!