বইয়ের সংক্ষিপ্ত বিবরণ- বিবাহ ও সন্তানাদির গুরুত্ব উপলব্ধি করার পর ইমাম ইবনুল জাওযী রহ.– এক খতম কুরআন পড়ে আল্লাহর নিকট দোয়া করলেন যেন আল্লাহ তাকে ১০টি সন্তান দান করেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে ১০টি সন্তান দান করলেন, যার মধ্যে পাঁচটি পুত্র ও পাঁচটি কন্যা সন্তান। তার মধ্যে ২ কন্যা ও ৪ পুত্রকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেলেন। পুত্রদের মধ্যে বাকি রইল কেবল আবুল কাসেম। তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করলেন যেন আল্লাহ তার এই সন্তানকে উত্তরসূরি হিসেবে কবুল করেন। আদরের সেই সন্তানের পড়াশুনায় কিছুটা অলসতা অনুভব করার পড়, তাকে উৎসাহ উদ্দীপনা যোগাতে ইবনুল জাওযী রহ. তার হৃদয় নিংড়ানো নসিহতের মাধ্যমে একটি পত্র লিখলেন, যার নাম "লাফতাতুল কাবাদ ইলা নাসিহাতিল ওয়ালাদ" উক্ত বইটি তারই অনুবাদ। বইটিতে তিনি একাধারে তাকওয়া, তাওয়াক্কুল, সবর, যুহদ, ইলম অর্জনের ফজিলত সহ প্রত্যাহিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। প্রতিটি কথায় এমন এমন দরদমাখা বাক্য ব্যয় করেছেন যার মর্মার্থ অনেক গভীর এবং হৃদয়ে তোলপাড় সৃষ্টকারী। ফিতনার এই যুগে প্রত্যেকটি মানুষের জন্য বিশেষ করে তালিবুল ইলম, ও যুবক ভাইদের জন্য বইটি খুবই ফলপ্রসূ হবে হবে ইংশাআল্লাহ।