ফ্ল্যাপ আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময় নিজকে একা মনেকরি, কেউ অন্যদের মাঝে থেকেও একান্তই একা আবার কেউ একাকী হয়েও সবার মাঝেই থাকেন। এমন বহু মানুষ আছেন যারা, একা থাকাটাকে সম্পূর্ণভাবে উপভোগ্য করে তোলেন, নিজের কর্মদক্ষতাবৃদ্ধি করে ফুটিয়ে তোলেন নিজস্ব ব্যক্তিত্ব এবং সৃজনশীল কাজে, পারিপার্শ্বিক জগতকে নিজের রঙে রাঙিয়ে তোলেন, পরিপূর্ণভাবে বাঁচেন। আসলে, একা থাকা শুনতে যতটা অদ্ভুত শোনায় আদতে তেমন কিন্তু মোটেও নয়, এর অসংখ্য পজিটিভ দিকও আছে। যেকোনো কারনবশতই হোক আপনাকে যদি একাকী থাকতে হয়, তাহলে কিছু কলাকৌশল শিখে নিন। তখন একা থাকাটা আশীর্বাদ মনে করবেন, একাকী জীবন উপভোগ্য হয়ে উঠবে। প্রথমতঃ নিজের প্রতি আস্থা রাখুন, সব কাজেই আপনাকে দক্ষ হতে হবে এমন কোনো কথা নেই। যখনই দেখবেন কোনো বিষয় আপনার মনমতো হচ্ছে না, সেটা নিয়ে অযথা মন খারাপ করবেন না। একটা কাজে সফল না হওয়ার অর্থ এই নয় যে, আপনি একজন অসফল মানুষ। অসফলতাকে হার না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নিন, দেখবেন সাথে সাথে আপনার অস্থিরতা অনেক কমে যাবে। নবউদ্যমে আবার চেষ্টা করুন তারপর, প্ল্যান করুন কীভাবে এই নূতন চ্যালেঞ্জের মোকাবেলা করবেন। কখনো কখনো কিছু কাজের আগাম পরিকল্পনা করে, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। প্রয়োজনে অন্যের মতামত যাচাই করতে পারেন, সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছ। আপনি সবার মাঝে থাকুন কিবা একাকী থাকুন, শিখে নিন কীভাবে নিজে নিজে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, অদক্ষ চালকের পক্ষে যেমন যানবহন চালানো সম্ভব না তেমন, আত্মবিশ্বাসের অভাব থাকলে সাফল্য অর্জন করা অসম্ভব!