সাধারণতঃ ছোটবেলার অধিকাংশ বৈশিষ্ট্যই মানুষের মধ্যে স্বভাবজাত হয়ে যায়। পারিবারিক ঐতিহ্য চরিত্র গঠনে মূখ্য ভূমিকা পালন করে। আমার পরিবার রক্ষণশীল। আমরা ছোটবেলায় কঠোর বিধিনিষেধের মধ্যে ছিলাম। তবে ধর্মীয় পরিমন্ডলের মধ্যে থেকেই মা আরেকটু বেশি কড়াকড়ি করতেন। যেকোন সমস্যা-সংকট, উদ্বেগ-উৎকণ্ঠা, অসুস্থতা, বিপদ-আপদে আল্লাহর উপর ভরসা করা এবং দোয়া-কালাম-দরূদ শরীফ পড়ে আল্লাহর সাহায্য চেয়ে শান্তির পথ খুঁজে নিতাম আমরা। পরম বিশ্বাসে নিবেদিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কান্নাকাটি করে সবসময় দোয়া কবুল ও মঞ্জুর হয়েছে, স্বস্তি ফিরে পেয়েছি। মহান সৃষ্টিকর্তা , সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তা’আলার কাছে সঠিক সময়ে সঠিকভাবে দোয়া করতে পারিনা বলেই অনেক সময় আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না। তবে এ ব্যাপারে পবিত্র কোরআন হাদীসের আলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে, মানুষের সব দোয়া কবুল হয়। ইবলিশ আল্লাহর কাছে দোয়া করেছিল “তাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দেওয়ার জন্য”, আল্লাহ তা’আলা সে দোয়া কবুল করেছেন। আমরা দোয়া করেই অনেক সময় অস্থির হয়ে পড়ি কেন প্রার্থিত সমাধান হচ্ছে না, এটি চরম ভুল। কারণ আল্লাহ তা’আলা দোয়া কবুল করেন তিন উপায়ে। এক, যা চাওয়া হয় তা দিয়ে, দুই, যা দোয়া করা হয় তৎপরিবর্তে কোন বিপদাপদ দূর করে দিয়ে, তিন, যা চাওয়া হয় তৎপরিবর্তে বান্দার জন্য অন্য কোন মঙ্গল জনক কিছু দান করেন। আমি আমার জীবনে প্রতিনিয়ত দোয়ার সুফল পেয়েছি। আমার আপনজন, সহকর্মী, বন্ধু-বান্ধব, পরিচিতজনদেরও দোয়া দিয়ে উপকৃত করতে পেরেছি। অসংখ্য দোয়া আছে যে মনে রাখাও সম্ভব হয় না। সেজন্য ছোট এবং জরুরি দোয়াগুলোর মধ্যে কয়েকটি ‘উপলব্ধি’তে তুলে ধরার চেষ্টা করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ছোট হলেও যে আমল নিয়মিত করা হয় সেটাই পছন্দনীয়। আমি চেষ্টা করেছি, যদি কেউ উপকার পান আমার জন্য ছদকায়ে জারিয়া হয়ে থাকবে। এ প্রত্যাশায় আমি উদ্যোগ নিয়েছি। দোয়া ছাড়াও আরো কিছু পূণ্যময় বিষয় সংযোজন করেছি যেগুলো অনুসরণ করলে আমরা ইহকাল ও পরকালের কলয়াণ লাভ কড়তে পারি। ইন শা আল্লাহ আরও লিখবো আশা রইলো। আমার ব্যক্তিগত কর্মকর্তা আমার লেখা টাইপ করে দিয়ে সহযোগিতা করেছে,তার জন্য দোয়া এবং জনাব মহিউদ্দিন শাহআলম ভাই তাঁর নিবেদন প্রিন্টার্সের মাধ্যমে তাঁর নিজস্ব প্রকাশনী সংস্থায় বইটি দ্রুত প্রকাশের ব্যবস্থা করেছেন, তানাহলে এত তাড়াতাড়ি পাঠকের হাতে পৌঁছানো সম্ভব হতো না। তাঁকে এবং তাঁর সহযোগিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।