মাকাসিদুশ শরীআহ’র অর্থ ইসলামী শরীআহ’র লক্ষ্য ও উদ্দেশ্য। পৃথিবীর প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সে কাজটি পরিচালিত হয়। একইভাবে মহান আল্লাহ তাঁর বান্দাদের জীবন পরিচালনার জন্য যে বিস্তৃত বিধিবিধান দিয়েছেন, তার পেছনেও রয়েছে সুমহান লক্ষ্য ও উদ্দেশ্য। সালাত, সাওম, হজ্ব, যাকাত, বিবাহ, পর্দা, জিহাদ, অর্থনীতি, হুদূদ ও কিসাস কোনোটিই নিছক কোনো রীতির নাম নয়। এর পেছনেও রয়েছে মানবজাতির কল্যাণ ও হিকমত। এককথায় যে কল্যাণ ও হিকমতকে সামনে রেখে আল্লাহ তাআলা মানবজাতির জন্য বিধিবিধিান দিয়েছেন, সে কল্যাণ ও হিকমতকেই ‘মাকাসিদুশ শরীআহ' বলা হয়। মাকাসিদুশ শরীআহ কুরআন ও সুন্নাহ প্রদর্শিত মানব কল্যাণমুখী ইসলামী আইন দর্শনের নাম। এর মূল বক্তব্য হচ্ছে শরীআহ’র যাবতীয় বিধিবিধানের মাধ্যমে মানুষের দ্বীন, জীবন, বিবেক–বুদ্ধি, বাংশধারা ও সম্পদ সংরক্ষণের মধ্য দিয়ে দুনিয়া ও আখিরাতে মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা এবং যাবতীয় অকল্যাণ ও ক্ষতি থেকে তাদের রক্ষা করা। কুরআন ও সুন্নাহ’র সঠিক মর্মার্থ বুঝতে এবং তা থেকে কোনো বিধান উদঘাটন করতে শরীআহ’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য জানা জরুরি। তাছাড়া শরীআহ উলূমে গভীরতা অর্জন এবং ফতোয়া, দাওয়াহ, তালীম, তাযকিয়াহ, খেদমত, জিহাদ, গবেষণা, ওয়াজ–নসীহত ইত্যাদি যে কোনো দীনি কাজ আঞ্জাম দিতে মাকাসিদুশ শরীআহ’র জ্ঞান আবশ্যক। মাকাসিদুশ শরীআহ শাস্ত্রটি আধুনিক যুগের নিত্যনতুন সমস্যাবলীর সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব কারণেই এটি ইসলামী আইন বিষয়ক জ্ঞানের একটি সমৃদ্ধ শাখা ও স্বয়ংসম্পূর্ণ শাস্ত্র হিসেবে আজ মুসলিম বিশ্বের ইসলামী শিক্ষা কারিকুলামে গুরুত্বসহকারে পাঠদান করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের ইসলামী কারিকুলামে এ বিষয়টি এখনো গুরুত্ব পায়নি। অথচ কুরআন, হাদীস ও ফিকহ শাস্ত্রে গভীর বুৎপত্তি অর্জন, পরির্তনশীল বিশ্বে ইসলামের প্রচার–প্রসার এবং একুশ শতকে ইসলাম ও মুসলিম উম্মাহ’র বিরুদ্ধে পশ্চিমা বিশ্বায়নের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ‘মাকাসিদুশ শরীআহ’ শাস্ত্রটি একটি মাইলফলক বিবেচিত হতে পারে। বইটি মাদরাসার তাখাসসুসাত এবং বিশ্ববিদ্যালয়ের ধর্ম অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর বিভাগসমূহের পাঠ্যপুস্তক হিসেবে প্রণীত হয়েছে। বইয়ের ভূমিকা লেখকগণও এ বিষয়ে সুপারিশ করেছেন। বইটি রচনা করেছেন বিশিষ্ট গবেষক ও চিন্তক আলিম ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। বইটি প্রতিটি আলিম, মুফতি, মুহাদ্দিস, দাঈ, গবেষক, বক্তা ও তালিবে ইলমের জন্য একটি জরুরি বই।