ভূমিকা সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে শুধু তাঁরিই ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর অসংখ্য দরূদ ও সালাম, যাঁর উসিলায় আমরা আমলের ইলিম পেয়েছি এবং যা দ্বারা পরকালে মু্ক্তি পেতে পারি।
ইসলামের মহান আদর্শ আমদের সম্মুখে থাকা সত্ত্বেও আমরা অনেক কাছে ইসলাম বিরোধী লোকদেরকে অনুকরণ করতে শিখেছি। বিশেষ করে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের অনেকেই ইসলামের রীতি নীতি হতে দূরে সরে পরতেছেন। এ ছাড়া যারা ইসলামের পথে আছেন তারা বাজারের বিভিন্ন রকম ভুল তথ্য যুক্ত বই পুস্তক পড়ে বিপদগামী হচ্ছেন। আমলে নাজাত মানে হল নাজাত লাভের আমল, অথচ বইটি খুলে দেখবেন তাতে নামাজ শিক্ষা দেয়া আছে। তাই সবদিক বিবেচনা করে, মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমি বিভিন্ন সহীহ কিতাব বিভিন্ন অংশ থেকে দুনিয়া ও আখেরাতের মুক্তির লক্ষ্যে বহু আমল সংযোজন করে এ গ্রন্থটি সংকলন করেছি।
এ গ্রন্থে বিভিন্ন প্রয়োজনীয় আমল , পবিত্র কুরআনের বরকতময় নির্বাচিত আয়াত ও ফযীলত, রাসূল সাঃ এর প্রতি পাঠ করার দরূদ ও বিভিন্ন নফল নামাযের ফযীলতসহ নামাযের নিয়ম এবয় সপ্তাহের প্রত্যেক দিনের আলাদা আলাদা আমল পাঠক সমাজের খেদমতে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস পাঠক সমাজকে অনুপ্রাণিত করলেই আমাদের শ্রম সার্থ মনে করব।
এ কিতাব প্রণয়নের যারা কঠোর শ্রম ও কষ্ট স্বীকার করে বিভিন্ন প্রকারে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন আমাকে ও তাদের প্রত্যেককে তাঁর অশেষ রহমত ও মাগফিরাত দান করেন এবং খাতেমা বিল খায়ের নছীব করেন। আর তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ (সাঃ) এর মহব্বত দ্বারা তাদের ও আমাদের ক্ববরকে সিক্ত ও জিন্দা করে দেন, নাজাতের ফয়সালা করে দেন। এ কেতাবখানা পাঠ করে মুসলিম সমাজ উপকৃত হলে আমার ও আমাদের শ্রম স্বার্থক হবে বলে আমি আশা করি। আরজ গুজার সংকলক