"বিশ্বনবী (স.) এর মেরাজ ও অলৌকিক ঘটনাবলী (কোরআন হাদীসের আলোকে)" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি মানবতার পরিপূর্ণ আদর্শ এবং বিশ্বের বিস্ময়কর ব্যক্তিত্ব। তিনি বিশ্ব শান্তির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। তার প্রশংসায় মুসলিম মুনীষগণতাে বটেই, অমুসলিম মনীষের কণ্ঠে উচ্চারিত হয়েছে, মুহাম্মদ ছিলেন এমন একজন, যার আবির্ভাব না হলে বিশ্বজগত অপূর্ণ থেকে যেত। তিনি ছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। মেরাজ বা আসরা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) এর জীবনের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। এ ধরনের ঘটনা পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব হয় না। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) ছিলেন বিশ্বের পালনকর্তা, সৃষ্টিকর্তা, একমাত্র প্রভু আল্লাহ পাকের প্রিয় বান্দা ও রাসূল; একারণেই তার দ্বারা এ ধরনের ঘটনা সম্ভবপর হয়েছিল। এ মেরাজের মধ্যমেই মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এবং আল্লাহ পাক সরাসরি বিশ্বনবী (স) এর সাথে কথাবার্তা বলেছেন। এ ধরনের মর্যাদা আর কোন নবী রাসূলকে দেয়া হয়নি। মেরাজে গমনকালে বিভিন্ন নবী রাসূলগণের নামাযে ইমামতি করা, বােরাক ও রফরফ নামক বাহনে আরােহন করে আরশে আজীমে পৌঁছে যাওয়া, তাও আবার মুহূর্ত সময়ের মধ্যে। এর চেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা আর কি হতে পারে। বিশ্বনবী (স) এর মেরাজের ঘটনা সাধারণ মানুষের কাছে অলৌকিক ঘটনা বলে মনে হয়। একারণে মেরাজ সম্পর্কে সাধারণ মানুষ জানতে আগ্রহী থাকে। এ বিষয়ের প্রতি দৃষ্টি রেখে আমরা “কোরআন-হাদীসের আলােকে বিশ্বনবী (স) এর মেরাজ ও অলৌকিক ঘটনাবলী” নামক গ্রন্থ লেখার প্রয়াস পাই এবং এক পর্যায়ে তা বই আকারে প্রকাশ পায়।
Title
বিশ্বনবী (স.) এর মেরাজ ও অলৌকিক ঘটনাবলী (কোরআন হাদীসের আলোকে)