মুসহাফ মদীনার অনুকরণীয় রূপ ১। ‘মুসহাফ মদীনা’র অনুরূপ খত (বর্ণমালা) চয়ন: সৌদি আরবের মদীনা মুনাওয়ারাতে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স, মিশরের আজহার এবং লেবাননের বৈরূত হতে প্রকাশিত স্ব-স্ব দেশের সর্বোচ্চ ওলামা পরিষদ তথা লাজনা (বোর্ড) কর্তৃক যাচাইকৃত, অনুমোদিত ও ছাপানোর সুপারিশকৃত মুসহাফ এবং ইন্দো-পাক (নূরানী, মাজেদী) মুসহাফের মাঝে বহু স্থানে বেশ পার্থক্য ও অমিল পরিলক্ষিত হয়। উল্লেখ্য যে, মুজাম্মা মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স হতে দু’ফন্টে দু’ধরনের মুসহাফ ছাপানো হয়। (১) ‘মুসহাফ মদীনা’ (২) মুসহাফে ইন্দো-পাক (নূরানী, মাজেদী নামে প্রসিদ্ধ)। যার ফলশ্রুতিতে রসমে ওসমানীর আলোকে লিখিত সমগ্র আরব বিশ্বে সবচেয়ে গৃহীত ও সমাদৃত ‘মুসহাফ মদীনা’। এ মুসহাফটি হাফস ইবনু সুলাইমান ইবনুল মুগীরাহ আল-আসাদী আল-কূফীর রেওয়ায়েত (বর্ণনা) অনুযায়ী লিখিত ও বিন্যাসকৃত। তিনি ক্বিরাত শাস্ত্রের বিশেষজ্ঞ বিশিষ্ট তাবিয়ী আসিম ইবনু আবিন নাজূদ আল-কূফীর কাছ থেকে গ্রহণ করেছেন। তিনি আবূ আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু হাবীব আস-সুলামী থেকে। আর তিনি উসমান ইবনু আফ্ফান, আলী ইবনু আবূ তালিব, যায়েদ ইবনু সাবিত ও উবাই ইবনু কা‘ব (রাঃ) থেকে। আর তাঁরা সবাই রাসূলুল্লাহ (ﷺ) থেকে গ্রহণ করেছেন। উক্ত মুসহাফের অনুরূপ বর্ণমালা চয়ন করে আমাদের এ হিফয ‘আল-কুরআনুল কারীম’ প্রস্তুত করা হয়েছে। ফালিল্লাহিল হামদ্। মুসহাফটি ১৪৪০ হিজরীতে মুদ্রিত ‘মুসহাফ মদীনা’-র সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে। তবে সাধারণ পাঠকদের সুবিধার্থে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন- হারাকাত ও মাদ্দ প্রদানে মুজাম্মা মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স হতে ১৪৪০ হিজরীতে মুদ্রিত মুসহাফে ইন্দো-পাক (মাজেদী, নূরানী) অনুকরণ করা হয়েছে। ১. ১৯৮৫ সালে মুজাম্মা মালেক ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ‘মুসহাফে মদীনা’-র প্রায় ৪ কোটি কপি বিশ্বের বিভিন্ন দেশে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রেসটি নবীর শহর মদীনায় অবস্থিত হওয়ায় নামকরণ করা হয়েছে ‘মুসহাফে মদীনা’।
Title
মুসহাফুত তাহফীয আল কুরআনুল কারীম আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত