গোয়েন্দা কাহিনীর সমধর্মী রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ কাহিনীকে বলে থ্রিলার। বিশ্বসাহিত্যে থ্রিলারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিয়মিত পাঠকদের বিরাট অংশ থ্রিলার গল্প-উপন্যাস পড়ে থাকেন। বাংলা ভাষাতেও থ্রিলার গল্প-উপন্যাসের সংখ্যা কম নেই। কিন্তু ‘ক্রাইম ফাইলস: কেসেস অফ সিরিয়াল কিলিং’ হলো এমন এক কাল্পনিক কাহিনীর সিরিজ, যা পড়ে আমরা জানতে পারব ভারত তথা পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টের এক দক্ষ অফিসার, আইপিএস সুমন চৌধুরীর কথা। তাঁর কর্মজীবনে সমাধান করা বেশ কিছু উল্লেখযোগ্য সিরিয়াল কিলিংযের কেস দিয়ে সাজানো এই বইটিতে অন্যসব গল্পের মতো প্রেম-ভালোবাসা, মানবিক সম্পর্কের টানাপোড়েন রয়েছে। তবে, সেই সঙ্গে অবিচ্ছেদ্যভাবে থাকছে মানবিক ত্রুটি, খুন, ষড়যন্ত্র আর রহস্য। জীবনের অন্ধকারাচ্ছন্ন ঘটনাগুলোই বিশেষ ভাবে বারবার উঠে আসবে। যেটা থ্রিলারের মূল উপজীব্য। বইয়ের প্রতিটি কেস বা কাহিনীতে ক্রাইম থ্রিলার সিরিজের মূল উপাদান অর্থাৎ ঘটনার রহস্যময়তা বা সাসপেন্স সবটাই বজায় রাখার চেষ্টা করা হয়েছে যাতে প্রত্যেক মুহূর্ত পাঠকের মধ্যে উৎকন্ঠা জাগিয়ে রাখা সম্ভব হয়, কি ঘটতে চলেছে এবং তার ফলে কি হবে, এটাই কাহিনীর মূল লক্ষ্য। আশা করি পাঠক এই বই পড়ে নিরাশ হবেন না।